BREAKING NEWS : রাজ্যে ১৪১০ টি কনস্টেবল, ২৫৬ মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি

6370
0
WB Excise Constable

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)-এর মাধ্যমে মোট ১৬৬৬ টি কনস্টেবল (Constable/Lady Constable recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর WBPRB/NOTICE – 2022/26 (CONS._KP_22)

শূন্যপদ : কনস্টেবল ১৪১০ টি পদ (অসংরক্ষিত ২৮৩, এসসি ২১৬, এসটি ৭৬, ওবিসি-এ ৫, ওবিসি-বি ১১ সহ অন্যান্য) এবং মহিলা কনস্টেবল ২৫৬ টি পদ রয়েছে। উভয় ক্ষেত্রেই এসসি, এসটি, ওবিসি-এ এবং ওবিসি-বি সিভিক ভলেন্টিয়ার সংরক্ষিত শূন্যপদ রাখা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কালিম্পঙ ও দার্জিলিঙের স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি প্রাথীদের বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এনভিএফ, হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। রাজ্যের এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের জন্য বয়সসীমা ছাড় নেই।

শারীরিক যোগ্যতা ও মাপজোক : কনস্টেবল (পুরুষ): উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে + ৫ সেমি) [গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং এসটিদের জন্য উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি, বুকের ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে + ৫ সেমি)]

কনস্টেবল ( মহিলা): উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি, [গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং এসটিদের জন্য উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি]।

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট-এর জন্য কনস্টেবল (পুরুষ) ৬.৩০ মিনিটে ১৬০০ মিটার ও কনস্টেবল (মহিলা) ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়োতে হবে।

আবেদন: আগামী ২৯ মে, ২০২২ থেকে অনলাইন/অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুন, ২০২২। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন, ২০২২। প্রার্থীদের নিজস্ব বৈধ মোবাইল নম্বর ও ই-মেল্ আইডি থাকতে হবে। আবেদন শেষ করার পর ইউনিক অ্যাপ্লিকেশন আইডি ও আবেদন পত্রের প্রিন্ট-আউট রেখে দিতে হবে।

আবেদন ফি: ১৫০ টাকা + প্রসেসিং ফি ২০ টাকা। এসসি/এসটি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা। অফলাইনেও আবেদন জমা দেওয়া যাবে চালানের মাধ্যমে। আবেদন করার সময় অফলাইন পেইমেন্ট অপশন বাছাই করলে চালান প্রিন্ট-আউট করে নিতে হবে।

ক্লিক করে দেখে নিন বিস্তারিত বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন লিঙ্ক