অষ্টম শ্রেণি ও মাধ্যমিক যোগ্যতায় বাঁকুড়ায় নিয়োগ

2248
0
cook recruitment

বাঁকুড়া জেলায় রায়পুর এবং ছাতনা ব্লকের বয়েজ ও গার্লস হস্টেলের জন্য একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর: ১১৩৯/ বিএনকে/ বিসিডব্লু। (cook recruitment)

শূন্যপদ: রায়পুর ব্লকের বয়েজ হস্টেল- সুপারিনটেনডেন্ট: ১, মেট্রন (মহিলা): ১, কুক: ১, হেল্পার: ১, দারোয়ান কাম নাইট গার্ডআ ১, কর্মবন্ধ: ১।

গার্লস হস্টেল- সুপারিনটেনডেন্ট: ১, মেট্রন (মহিলা): ১, কুক: ১, হেল্পার: ১, দারোয়ান কাম নাইট গার্ড: ১, কর্মবন্ধু: ১।

ছাতনা ব্লকের বয়েজ হস্টেল- সুপারিনটেনডেন্ট: ১, মেট্রন (মহিলা): ১, কুক: ১, হেল্পার: ১, দারোয়ান কাম নাইট গার্ডআ ১, কর্মবন্ধ: ১।

গার্লস হস্টেল- সুপারিনটেনডেন্ট: ১, মেট্রন (মহিলা): ১, কুক: ১, হেল্পার: ১, দারোয়ান কাম নাইট গার্ডআ ১, কর্মবন্ধ: ১।

যোগ্যতা: সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে স্নাতক পাশ, মেট্রল পদের জন্য মাধ্যমিক পাশ এবং হেল্পার/ নাইটগার্ড/ কর্মবন্ধু পদের জন্য অষ্টম শ্রেণি পাশ।

 নদিয়ায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: সুপারিনটেনডেন্ট ও মেট্রন পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বাকি পদগুলির ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.bankura.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্বপ্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare cum Tribal department, Nutanchati, Bankura ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ৬ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে (cook recruitment)।

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন