কটন কর্পোরেশনে ১৫০ ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

2215
0

দ্য কটন কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১৫০ জন ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: DR-2/CCI/2020.
শূন্যপদ: পোস্ট কোড ১০১: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): ৫, পোস্ট কোড ১০২: ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস): ৬, পোস্ট কোড ১০৩: জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ: ৫০, পোস্ট কোড ১০৪: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল): ২০, পোস্ট কোড ১০৫: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ১৪৷
বয়সসীমা: ১ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): এগ্রি বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ বা এগ্রিকালচার সম্পর্কিত এমবিএ৷
ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস): সিএ/ সিএমএ/ এমবিএ (ফিনান্স)/ এমএমএস/ এমকম বা কমার্স ডিসিপ্লিনে সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি৷
জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ: ন্যূনতম ৫০ (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ এগ্রিকালচারে বিএসসি৷
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল): ন্যূনতম ৫০ (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ এগ্রিকালচারে বিএসসি৷
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ন্যূনতম ৫০ (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর নিয়ে বিকম৷
আবেদনের ফি: ১৫০০ টাকা (আবেদনের ফি + ইন্টিমেশন চার্জ), সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না৷ শুধুমাত্র ইন্টিমেশন চার্জ দিতে হবে৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷
আবেদনের পদ্ধতি: http://www.cotcorp.orgওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল