স্নাতক যোগ্যতায় কটন কর্পোরেশনে নিয়োগ

267
0
Cotton Corporation Recruitment 2024

কটন কর্পোরেশন অপ ইন্ডিয়া লিমিটেডে চুক্তির ভিত্তিতে ৬১টি শূন্যপদে অফিস স্টাফ নিয়োগ করা হবে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। Cotton Corporation Recruitment 2024

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটউট থেকে স্নাতক।

বয়সঃ ১ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে ন্যূনতম ২১ বছর হতে হবে, বয়সের ঊর্ধ্বসীমার কোনো উল্লেখ নেই।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

ইন্টারভিউয়ের তারিখঃ ইন্টারভিউ হবে ২৩ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। Cotton Corporation Recruitment 2024

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও নোটসটি দেখতে ক্লিক করুন