হুগলি ও বাঁকুড়া জেলা আদালতের নিয়োগ পরীক্ষার ফল

1009
0
Bankura Court Picture

হুগলি জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক ও ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগের জন্য গত ১৭ মার্চ এবং প্রসেস সার্ভার পদের জন্য ২১ ডিসেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে। বাঁকুড়া জেলা আদালতে ইংলিশ স্টেনগ্রাফার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলও বেরিয়েছে। ফল ও পরবর্তী কর্মসূচি সহ নির্দেশাবলি জানা যাবে নিচের সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য (পার্সোন্যালিটি টেস্ট/ভাইভা হবে ২৭-৩০ মে): http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2138

ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য (কম্পিউটার প্রফিশিয়েন্সি/ভাইভা হবে ২৭-২৯ মে): http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2137

এই দুই পদের জন্য কললেটার ছাড়া হচ্ছে, ডাউনলোডও করে নিতে পারেন, এই লিঙ্ক থেকে: https://yourappl.online/cc/cc2018.aspx#

প্রসেস সার্ভার পদের জন্য (পরবর্তী কর্মসূচি মেডিকেল টেস্ট ও পুলিস ভেরিফিকেশন। উপস্থিত হতে হবে ১২ জুন): http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2136

বাঁকুড়া জেলা আদালতে ইংলিশ স্টেনগ্রাফার (১৪/০৫/২০১৮ তারিখের বিজ্ঞপ্তি) পদের জন্য চূড়ান্ত ফল বেরিয়েছে, জানা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2139