সিআরপিএফে কনস্টেবল নিয়োগ

724
0
CRPF Constable Recruitment

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৬৯ শূন্যপদে কনস্টেবল (জেনারেল ডিউটি) পোস্টে মেধাবী ক্রীড়াবিদ নিয়োগ করা হবে। CRPF Constable Recruitment

যে সমস্ত ডিসিপ্লিনে নেওয়া হবে সেগুলি হল– জিমন্যাস্টিক, জুডো, উসু, শ্যুটিং, বক্সিং, অ্যাথলেটিক্স, আর্চারি, রেস্টলিং ফ্রি স্টাইল,

গ্রিকো রোমান, তাইকুণ্ডু, ওয়াটার স্পোর্টস কায়াক, ক্যানোয়, রোয়িং, বডিবিল্ডিং, ওয়েটলিফ্টিং, স্যুইমিং, ডাইভিং, ক্যারাটে, যোগা, আইস হকি, আইস স্কেটিং, আইস স্কিয়িং।

বেতনক্রম: লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ক্রীড়াগত যোগ্যতা।

বয়স: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নদিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://recruitment.crpf.gov.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন