সিআরপিএফে ২৫ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগ

1941
0
CRPF Constable Recruitment

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (সিভিল/ ইঞ্জিনিয়ার) নিয়োগ করা হবে (CRPF recruitment)৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত৷

শূন্যপদ: ২৫ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷

বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০-১৭৭৫০০ টাকা৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি৷

বয়স: ২৯ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১-৮৬ সেন্টিমিটার৷

উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে তবে ৫০ কেজির কম নয়৷ মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৭ সেন্টিমিটার, উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে৷

দৃষ্টিশক্তি: কাছের দৃষ্টি ভালো চোখে এন৬ এবং খারাপ চোখে এন৯, দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৯ বা ৬/১২ এবং খারাপ চোখে ৬/৯ বা ৬/১২৷

পরীক্ষার ফি: ৪০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এবং ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.crpf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন তেকে ২৯ জুলাই পর্যন্ত৷

পরীক্ষার তারিখ সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে (CRPF recruitment)৷

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_30_2122b.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷