সিএসআইআরে ৭৬ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোশিয়েট নিয়োগ

1329
0

সিএসআইআর-সেন্ট্রাল ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ (সিএসআইআর) রাঁচিতে ৭৬ জন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও প্রোজেক্ট অ্যাসোশিয়েট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: PA/010221/RU/R&A-II, Dated: 24/12/2020.

শূন্যপদ, যোগ্যতা (ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে) ও স্টাইপেন্ড: ১। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (প্রোজেক্ট নম্বর: এসএসপি-৮৩০৫, ৮৩১৬, ৮৩২২, ৮৩৫৭, ৮৩৬০, ৮৩৬২): মোট শূন্যপদ ৫০। কেমিস্ট্রি অনার্স স ব্যাচেলর অব সায়েন্স (শূন্যপদ ২৪), জিওলজিতে অনার্স স ব্যাচেলর অব সায়েন্স (শূন্যপদ ২৬)। প্রতি মাসে ২০০০০ টাকা করে স্টাইপেন্ড।

২। প্রোজেক্ট অ্যাসোশিয়েট-ওয়ান (প্রোজেক্ট নম্বর এসএসপি-৮৩০৫, ৮৩১৬, ৮৩২২, ৮৩৫৭, ৮৩৬১, ৮৩৬২): মোট শূন্যপদ ২৬। জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (শূন্যপদ ১২), কেমিস্ট্রি/ অ্যাপ্লায়ে কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (শূন্যপদ ১০), কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক অথবা এমসিএ (শূন্যপদ ৪)। প্রতি মাসে ২৫০০০ অথবা ৩১০০০ টাকা স্টাইপেন্ড।

সবক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1608810285_Advt_010221_RU.pdf লিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Administrative Officer, CSIR-Central Institute of Mining and Fuel Research, Barwa Road, Dhanbad, Jharkhand 826001 ঠিকানায়, পৌঁছতে হবে ১৫ জানুয়ারি ২০২১ বিকাল ৫টার মধ্যে।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল