Site icon জীবিকা দিশারী

উচ্চমাধ্যমিক যোগ্যতায় সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার


সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, কলকাতাতে (CSIR) একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে নিম্নলিখিত পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর : ০১/২০২১।

শূন্যপদ :

i) জুনিয়র স্টেনোগ্রাফার ৫ ( অসংরক্ষিত ৪, এসসি ১)

ii) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ৭ ( অসংরক্ষিত ৫, এসসি ১, ওবিসি ১)

iii) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ৩ ( অসংরক্ষিত)

iv) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস ৩ ( অসংরক্ষিত)

যোগ্যতা, বয়সসীমা :

জুনিয়র স্টেনোগ্রাফার : উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, এর সাথে ভালো টাইপিং স্পিড ও স্টেনোগ্রফি জানতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ২৭।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জেনারেল : উচ্চ মাধ্যমিক, এর সাথে ৩৫ টি শব্দ ইংলিশ, ৩০ টি শব্দ হিন্দিতে টাইপিং স্পিড এবং ভালো কম্পিউটার জানতে হবে। বয়স হতে হবে ২৮।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস : অ্যাকাউন্টেন্সি সহ উচ্চ মাধ্যমিক, এর সাথে ৩৫ টি শব্দ ইংলিশ, ৩০ টি শব্দ হিন্দিতে টাইপিং স্পিড এবং ভালো কম্পিউটার জানতে হবে। বয়স হতে হবে ২৮।

ইঞ্জিনিয়ার, কুক, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান নিয়োগ কলকাতা আইএসআইতে

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস : উচ্চ মাধ্যমিক, এর সাথে ৩৫ টি শব্দ ইংলিশ, ৩০ টি শব্দ হিন্দিতে টাইপিং স্পিড এবং ভালো কম্পিউটার জানতে হবে। বয়স হতে হবে ২৮।

আবেদন :

প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৫ আগস্ট, ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ চলবে। অনলাইনে নিজের ছবি, স্বাক্ষর, অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি অনলাইনে দেওয়া যাবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ আগস্ট।

অফিসিয়াল নোটিফিকেশন

অনলাইন আবেদন লিঙ্ক

 

Exit mobile version