সিটেট-এর অনলাইন আবেদন শুরু

648
0
CTET 2024 Notification

সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট জানুয়ারি ২০২৪-এর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। CTET 2024 Notification

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষা হবে ২১ জানুয়ারি ২০২৪।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুল যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্ট্রাল টিবেটান স্কুল, দিল্লি সাবর্ডিনেট সার্ভিসের বিভিন্ন স্কুল,

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল ইত্যাদিতে প্রতি বছর বেশ কয়েক হাজার শূন্যপদে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটেট পরীক্ষায় সফল হওয়া আবশ্যিক।

সিবিএসই অ্যাফিলিয়েটেড সমস্ত স্কুল, কিছু বেসরকারি স্কুল ও অন্য কোনো-কোনো রাজ্য সরকারের স্কুলেও এই পরীক্ষার সার্টিফিকেট গ্রাহ্য হয়।

সিটেটের আয়োজক সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। পরীক্ষায় মোট ৬০ শতাংশ নম্বর তুললে সার্টিফিকেট দেওয়া হয়।

তা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সাধারণ ডাকে। সেই সার্টিফিকেট নিয়ে ওপরে বলা স্কুলগুলির কোনো

নিয়োগ-বিজ্ঞপ্তি বেরোলে আবেদন করতে পারবেন (সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিয়ম অনুযায়ী নম্বরে ছাড় পেতে পারেন)।

সার্টিফিকেট ব্যবহার করা যাবে ফল বেরনোর পর সাত বছর পর্যন্ত। একজন যতবার খুশি এই পরীক্ষায় বসতে পারেন, আরও ভালো স্কোর করার চেষ্টায়।

বর্ধমানে স্বাস্থ্যকর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা এনসিটিই নিয়ম অনুযায়ী। আগ্রহী প্রার্থীদের https://ncte.gov.in ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে হবে।

পরীক্ষার ফি: পেপার ওয়ান অথবা টু-এর ক্ষেত্রে ১০০০ টাকা এবং পেপার ওয়ান ও টু দুটি পেপার একসাথে ১২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ এবং ৬০০ টাকা।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আইটিবিপিতে কনস্টেবল নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://ctet.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।  CTET 2024 Notification

নোটিসটি দেখতে ক্লিক করুন

ইনফরমেশন বুলেটিন দেখতে ক্লিক করুন