কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

414
0
CU Recruitment 2024

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অটিজম প্রোজেক্টের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট/ রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। CU Recruitment 2024

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পারিশ্রমিকঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে পারিশ্রমিক ২০০০০ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে ১৬০০০ টাকা।

স্যানিটারি ইনস্পেক্টর নিয়োগ

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটউট থেকে এডুকেশনে এমএ/এমএড। সেট/ ইউজিসি নেট/ এমফিল করে থাকতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

ইন্টারভিউয়ের তারিখঃ ইন্টারভিউ হবে ২৬ এপ্রিল ২০২৪ তারিখে।

কভার লেটার, সিভি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স দিয়ে আবেদন করতে হবে ২৪ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে।

ঠিকানাঃ The Project Director Prof. Santoshi Halder, Department of Education, University of Calcutta

সিভি ও যাবতীয় প্রমাণপত্রাদি ইমেল করতে হবে ২৪ এপ্রিলের মধ্যে। CU Recruitment 2024

ইমেল আইডি- santoshi_halder@yahoo.com

নোটিসটি দেখতে ক্লিক করুন