কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ফেব্রুয়ারি, ২০২১

888
0
current affairs 9 february, 2021

আন্তর্জাতিক

মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই সেনা অভ্যুত্থান ঘটেছে বলে দাবি করলেন সেখানকার সেনাপ্রধান জেনারেল মিন আং লায়াং। সেনা প্রশাসন উপযুক্ত সময়ে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে বলে জানিয়েছেন তিনি। এর আগে মায়ানমার ৪৯ বছরের সেনা শাসন দেখেছে। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এদিনও বিক্ষোভ হয়েছে মায়ানমারে। সে সব ঠেকাতেই দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এদিকে মায়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিউজিল্যান্ড।

মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেট শুরু হল প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের শুনানি। ২০১৯ সালে প্রথমবার এই প্রস্তাব পেশ হলেও দীর্ঘ বিতর্কের পর সংখ্যাগরিষ্ঠের ভোটে তা খারিজ হয়েছিল।

জাতীয়

জোশীমঠে নন্দাদেবী হিমবাহের ৫৬০০ মিটার উচ্চতা থেকে ধস নামার ফলেই ঋষিগঙ্গায় হড়পা বান ঘটেছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখাঁজ ১৯৭ জন। এখনও চলছে উদ্ধারকাজ।

কাবুল অববাহিকায় শাহতুত বাঁধ নির্মাণ করা নিয়ে চুক্তিবদ্ধ হল ভারত। আফগানিস্তানকে ৫ লক্ষ করোনা প্রতিষেধক পাঠানোয় ধন্যবাদ জানিয়েছেন আফগান রাষ্ট্রপতি আসরাফ গনি।

খেলা

চেন্নাই টেস্টে ভারতকে ২২৭ রানে পরাস্ত করল ইংল্যান্ড। সিরিজে তারা ১-০ তে এগিয়ে গেল। ম্যান অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

আইএসএলে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। এদিন গোল করায় চলতি আইএসএলে রয় কৃষ্ণের গোল সংখ্যা হল ১২।

বিবিধ

প্রয়াত হলেন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজীব কাপুর(৫৮)। তিনি রাজকাপুরের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে কনিষ্ঠতম। তাঁর অভিষেক হয়েছিল `এক জান হ্যায় হাম’ ছবিতে। `মেরা সাথী’, `জবরদস্ত’, ` হম তো চলে পরদেশ’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন। পরিচালনা করেছিলেন `প্রেমগ্রন্থ’ ছবিটি।

শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত `টেট’ বাধ্যতামূলক করার প্রস্তাব দিল `ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন’ (এনসিটিই)।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একজনও প্রাণ হারাননি করোনা সংক্রমণের জেরে। দেশে এই সময়ে এই সংক্রমণ ৭৮ জনের প্রাণহানি হয়েছে। এপর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ১,৫৫,১৫৮ বলে জানানো হল।

current affairs 9 February, 2021