আন্তর্জতিক
- গিলগিট বালটিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসাবে গণ্য করা হবে এবং পাক অধিকৃত ভারতীয় ভূখণ্ডে এজন্য নির্বাচনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। তিনি নির্দিষ্ট কিছু রাজনৈতিক নেতাকে নৈশভোজে ডেকে এ বিষয়ে ‘পরামর্শ’ দিয়েছেন। প্রসঙ্গত, এই প্রদেশের ওপর দিয়েই চিন-পাকিস্তানের মধ্যে সংযোগ রক্ষাকারী কারাকোরাম সড়ক গিয়েছে। এই প্রদেশের বেশ কিছু খনি পরিচালনা করে চিনা সংস্থাগুলি।
- আর্মেনিয়া-আজারবাইজানের সীমান্তে সংঘর্ষ চলছেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্সের তরফ থেকে সংঘর্ষ বিরতির আহ্বান জানানো হলেও তাতে কান দেয়নি কোনো পক্ষই। নাগারানো-কারবাখ অঞ্চলের দখল নিয়ে এই সংঘর্ষ চলছে সেই আশির দশক থেকে।
- বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৩,৯২,৯৭২। মোট ১০,২২,২৮৪ জনর প্রাণহানি হয়েছে এই সংক্রমণে।
জাতীয়
- দেশে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৬৭৮। মোট ৬৩,১২,৫৮৪ জন সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষাধিক পরীক্ষা হয়েছে এবং নতুন ৮৬,৮২১ সংক্রমিতের খোঁজ মিলেছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওর্থ বিমন বন্দর থেকে রওনা দিয়ে ১৫ ঘণ্টার উড়ান শেষে দিল্লিতে পৌঁছল ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’। ক্ষেপণাস্ত্র হানা থেকে বাঁচতে সক্ষম এই অত্যাধুনিক বিমানটি দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবহার করবেন। এ রকম দুটি বিমান কিনতে ৮৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে।
বিবিধ
- সেপ্টেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়ছে ৯৫,৪৮০ কোটি টাকা। লক ডাউটন পর্বে গত এপ্রিল মাসে তা ছিল ৩২,১৭২ কোটি টাকা। মে মাসে ৬০,১৫১ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছিল বলে জানানো হল।
খেলা
- ২০২০ সালের জার্মান কাপ চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। এটি তাদের ষষ্ঠ জার্মান কাপ জয়। ফাইনালে তারা ৩-২ গোলে পরাস্ত করল বরুমিয়া কর্টমুন্ডকে। চলতি মরসুমে এটি বায়ার্নের পঞ্চম ট্রফি। বায়ার্নের টমাস মুলার দলের হয়ে দশম বার সুপার কাপ ফাইনাল ম্যাচে খেললেন। রবার্ট লিউয়ানডস্কি বায়ার্নের হয়ে সপ্তমবার ও সব মিলিয়ে দশম বার সুপার কাপ ফাইনালে খেললেন।
- উয়েফার বর্ষশ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হলেন রবার্ট লিওয়ানডস্কি। ৩২ বছর বয়সি পোলিশ ফুটবলারের এই প্রথম এই পুরস্কার প্রাপ্তি।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল