কারেন্ট অ্যাফেয়ার্স ১ মার্চ, ২০২২

443
0
Current Affairs 28th April

আন্তর্জাতিক

ইউক্রেনের খারকিভ শহরের ফ্রিডম স্কোয়ারে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে অন্তত ১০ জন নিহত হলেন। আঞ্চলিক প্রশাসনিক দপ্তরে ছোড়া হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র। এদিকে চেরনোবিল, লুহান্সক, সুমি, খারকিভের দখল নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে তাদের হামলায় এখনও পর্যন্ত ৩৫২ জন সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। রাশিয়া সেখানে ভ্যাকিউম বোমাও ফেলেছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাষ্ট্রসংঘের আশঙ্কা, ইউক্রেন থেকে প্রতিবেশী দেশে শরণার্থীদের সংখ্যা ৫০ লক্ষ পেরিয়ে যেতে পারে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টকে বললেন, `প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন।’ দুদেশ অবশ্য পুনরায় আলোচনার টেবিলে বসতে সম্মত হল। 

জাতীয়

  • ইউক্রেনে পাঠরত একজন ভারতীয় পড়ুয়া রুশ সেনাবাহিনীর ছোড়া গোলায় প্রাণ হারালেন। তিনি খারকিভের ন্যাশনাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিতসাবিদ্যার অন্তিম বর্ষের ছাত্র ছিলেন। কর্নাটকের হাভেরি জেলার বাসিন্দা ছিলেন নবীন  জ্ঞানগৌদর (২১)।

  • রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে মানবাধিকার লঙ্ঘন নিয়ে রাশিয়া বিরোধী একটি বিতর্কের প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত সহ ১৩টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দিল ২৯টি দেশ।

খেলা

কায়রোয় বিশ্বকাপ শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতলেন এষা সিং।  রাশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড়দের বিরুদ্ধে নিষেধাজ্ঞাজারি করল বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা।

বিবিধ

  • মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার ছেলে জৈন নাদেলা (২৬) প্রয়াত হলেন। তিনি সেরিব্রাল পালসিকে আক্রান্ত ছিলেন।

  • নাইট ফ্রাঙ্ক সংস্থার সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বিশ্বে বিলিওনিয়ারের সংখ্যার দিক থেকে ভারত রয়েছে তৃতীয় স্থান। 

    Current Affairs 1 March, 2022