কারেন্ট অ্যাফেয়ার্স ১২ অক্টোবর ২০২০

923
0

আন্তর্জাতিক

  • নারী নির্যাতনে সর্বোচ্চ শাস্তি করা হবে মৃত্যুদণ্ড। এজন্য অর্ডিন্যান্স আনা হবে। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক একথা জানালেন। প্রসঙ্গত, গত কয়েকমাসে একটার পর একটা নারী নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে বাংলাদেশে। খোদ রাষ্ট্রসঙ্ঘ থেকেও সতর্ক করা হয়েছে বাংলাদেশকে।
  • দ্য গ্রেট ব্যারিটন ডিক্লারেশন’ ঘোষণাপত্র প্রকাশ করলেন সুনেত্রা গুপ্ত, জয় ভট্টাচার্য, মার্লিন কালডর্ফ-এই তিন জন বিজ্ঞানী। সংক্রমণের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সতর্ক করা হয়েছে এই ঘোষণাপত্রে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে ক্যানসার সহ বিভিন্ন রোগচিকিৎসা, পোলিও টিকাকরণ থমকে যাওয়া নিয়ে। লকডাউনের কঠোর বিরোধিতা করে মাস্ক পড়ার পক্ষে মত দিয়েছেন তাঁরা। বয়স্কদের বাড়িতে রেখে সুরক্ষার পরামর্শ রয়েছে এই ঘোষণাপত্রে। এদিকে বিশ্বে কোভিড সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৯,৭৬,৩০৯। মোট প্রাণহানি হয়েছে ১০,৮৪,১৪৯ জনের।

 

জাতীয়

  • ভারত সফরে এলেন মার্কিন বিদেশ উপসচিব স্টিফেন বিগান। প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখায় চিনের আগ্রাসন নিয়ে চড়া গলায় প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারত দীর্ঘস্থায়ী সমাধানের দিকে তাকিয়ে প্রকাশ্যে চিনের বিরুদ্ধে সুর চড়ায়নি। এদিকে এদিনও ভারতীয় ভূখণ্ডে লাদাখের চুসুলে সামরিক স্তরে বৈঠকে বসল চিন ও ভারত।
  • দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৭১,২০,৫৩৮ জন। মোট প্রাণহানির সংখ্যা ১,০৯,১৫০। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬,৭৩২ জন সংক্রমিত হয়েছেন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৮,৬১,৮৫৩।

 

বিবিধ

  • ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অর্থনীতির অধ্যাপক রবার্ট উইলসন ও পল মিলগ্রোম। অকশন থিয়োরি বা নিলাম তত্ত্বকে কীভাবে বাস্তবিক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তা তাঁরাই প্রথম দেখিয়েছিলেন।
  • গোয়ালিয়রের প্রয়াত রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার স্মৃতিতে ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করা হল।
  • গত সেপ্টেম্বর মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি ৭.৩৪ শতাংশ ছিল বলে জানাল পরিসংখ্যান মন্ত্রক।

 

খেলা

  • জার্মানির আইফে ফর্মুলা ওয়ান রেসিং-এ চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন। এটি তাঁর কেরিয়ারের ৯১তম খেতাব। এর সঙ্গেসঙ্গেই তিনি স্পর্শ করলেন মিখায়েন শুমাখারের ৯১টি জয়ের খেতাব। শুমাখারের ব্যবহার করা একটি হেলমেট এদিন হ্যামিলটনের হাতে তুলে দিলেন মিখায়েল শুমাখারের পুত্র মিক।
  • ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান (৪৯) প্রয়াত হলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৯৯১ থেকে ২০০১ সালে পর্যন্ত জাতীয় দলে খেলেছেন তিনি। ১৯৯৭ সালে তাঁর অধিনায়কত্বে ভারত সাফ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম জাতীয় লিগ জয়ী জেসিটি দলের সদস্য ছিলেন তিনি। ১৯৯৩ সালে এশিয়ান কাপ উইনার্স কাপে ইরাকের আল জাওরা ক্লাবের বিরুদ্ধে ঐতিহাসিক ৬-২ গোলে ইস্টবেঙ্গলের জয় লাভের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন। তিনি টাটা ফুটবল অ্যাকাডেমির প্রাক্তনী।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল