কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মার্চ, ২০২২

540
0
Current Affairs 10 march, 2022

আন্তর্জাতিক

বেলারুশে রাশিয়া-ইউক্রেন এর চতুর্থ বৈঠক থেকেও কোনো সমাধান সূত্র মিলল না। মারিয়ুপোলে শিশু ও প্রসূতি হাসপাতাল লে রাশিয়ার বোমা ফেলার ঘটনায় নিন্দা ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে । রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে এদিন ফোন করে যুদ্ধ বন্ধের অনুরোধ করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলেৎজ এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ। ইউক্রেনের দাবি, এই যুদ্ধে রাশিয়া ১২ হাজার সৈন্য, ৪৯ টি যুদ্ধবিমান ৩৩৫ টি ট্যাঙ্ক, ৮১টি হেলিকপ্টার হারিয়েছে। ইউক্রেনের হয়ে লড়াই করতে কিয়েভ পৌঁছলেন ব্রিটিশ কনজারভেটিভ সাংসদ হেলেন গ্র্যান্টের ছেলে বেন। তিনি রয়্যাল মেরিন বাহিনীর প্রাক্তন সদস্য।

জাতীয় 
দেশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল। ৪০৩ আসনের ২৭৪, ১২৪ ও ২টি আসন।  ২০১৭ সালের নির্বাচনে তাদের আসন ছিল যথাক্রমে ৩২২, ৫২ ও ১৯.। উত্তরাখণ্ডে ৭০০ আসনের মধ্যে বিজেপি ৪৮০টি আসনে জিতলেও পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ৪০ আসনের গোয়া ও   ৬০ আসনের মণিপুরে যথাক্রমে ২০ ও   ৩২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এই চার রাজ্যে কংগ্রেস জিতেছে যথাক্রমে ২,২,১২ ও ৫টি আসনে। পাঞ্জাবে তারা ক্ষমতায় ফিরতে ব্যর্থ হল। ১১৭ আসনের মধ্যে কংগ্রেস ও অকালি দলের প্রাপ্তি। যথাক্রমে ৯২,১৮,৪টি আসন। প্রাক্তন টিভি কমেডিয়ান ভগবানের নেতৃত্বে পাঞ্জাবে উত্থান ঘটে আম আদমি পার্টির। সেখানে দুটি আসনে লড়ে দুটিতেই পরাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী চরণজিং সিং চন্নী। গোয়াতেও  তিনটি আসনে জয়ী হয়েছে আপ।
খেলা

মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে পরাস্ত হল ভারত। এদিন কিউয়ি ব্যাটার কেটি মার্টিনকে আউট করে বিশ্বকাপে ৩৯টি উইকেটের মালিক হলেন ভারতের ঝুলন গোস্বামী। তিনি অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির রেকর্ড ছুঁলেন। জীবনের পঞ্চম বিশ্বকাপে ৩০ তম ম্যাচে কীর্তি স্থাপন করলেন ঝুলন।
চ্যাম্পিয়ন্স লিগে সবথেকে বেশি বয়সে হ্যাট্রিক করলেন করিম বেঞ্চেমা। তাঁর দল রিয়াল মাদ্রিদ পরাস্ত করল পিএসজি-ক।
বিবিধ
গীতাঞ্জলি শ্রীর উপন্যাস ইংরেজিতে অনুবাদ করেছেন ডেইসি রকওয়েল। নাম, ‘টেম্বে অব স্যান্ড” । বইটি বুকার পুরস্কারের জন্য মনোনীত হল।
Current Affairs 10 march, 2022