কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জানুয়ারি ২০২১

950
0

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ২০ লক্ষ অতিক্রম করল (২০,০৯,৪৪১)। সংক্রমিত হয়েছেন ৯,৩৮,৬১,০৮০ জন। নতুন করে আতঙ্ক ছড়াচ্ছ ব্রিটেন স্ট্রেন। করোনা ভাইরাসের এই অতি সংক্রামক স্ট্রেনটির সন্ধান পাওয়া গেছে অন্তত ৫০টি দেশে। করোনা ভাইরাসের ক্রমাগত মিউটেশনে উদ্বিগ্ন ভাইরোলজিস্টরা। এখনও পর্যন্ত হাজার খানেক বৈচিত্র্যময় স্ট্রেনের সন্ধান মিলেছে বিশ্বজুড়ে। সব থেকে বেশি উদ্বেগ ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে চিহ্নিত স্ট্রেন নিয়ে।
  • তীব্র ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে। অন্তত ৩৫ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.২।

 

জাতীয়

  • নেপাল-ভারত যুগ্ম কমিশনের ষষ্ঠ বৈঠকে অংশ নিলেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গানওয়ালি এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এ বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল। ভোটার সংখ্যা ২.০১ শতাংশ বৃদ্ধি পেল। মোট ৭,৩২,৯৪,৯৮০ জন ভোটারের মধ্যে ১৫৯০ জন তৃতীয় লিঙ্গর। ১৮-১৯ বছরের ভোটার মোট ভোটারের ২.৬৮ শথাংশ।
  • আন্দোলনরত কৃষকদের প্রতিনিধির সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীর নবম দফার বৈঠকেও জট খুলল না।

 

বিবিধ

  • গত ডিসেম্বর মাসে ভারতে রপ্তানি ২০১৯ সালের ডিসেম্বর মাসের থেকে ৪ কোটি টাকা বেড়ে হল ২৭১৫ কোটি-কোটি ডলার। কিন্তু একই সময়ের তুলনায় আমদানি ৭.৫৬ শতাংশ বেড়ে হল ৪,২৫৯ কোটি ডলার যা গত বছরের ডিসেম্বর মাসের থেকে ২৩.৬৬ শতাংশ বেশি।

 

খেলা

  • ব্রিসবেনে শুরু হল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের চতুর্থ তথা চূড়ান্ত টেস্ট। এদিন প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭৪ রান করল অস্ট্রেলিয়া। শতরান (১০৮) করলেন মনার্স লাবুসেন। এদিন ভারতের হয়ে অভিষেক হল ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনের। তাঁরা এদিনই যথাক্রমে ১ এবং ২টি উইকেট নিলেন। প্রসঙ্গত, নটরাজন হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যাঁর একই সফরে ক্রিকেটের ৩ রকম আন্তর্জাতিক ম্যাচেই অভিষেক হল।
  • ফুটবলার হিসাবে আর দেখা যাবে না ওয়েন রুনিকে। এদিন তিনি অবসর নিলেন। ইংল্যান্ডের ৫৩টি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয় সর্বোচ্চ ২৫৩টি গোল রয়েছে তাঁর। ডর্বি কাউন্টিতে কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
  • আইএসএলে কেরল ব্লাস্টার্স–এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
  • আই লিগে রিয়াল কাশ্মীর ২-০ গোলে পরাস্ত করল চেন্নাই সিটি এফসিকে।

 

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল