কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জানুয়ারি ২০২১

schedule
2021-01-19 | 08:26h
update
2021-01-19 | 08:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক 
  • কাবুলে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করল আফগান সুপ্রিম কোর্টের ২ জন মহিলা বিচারপতিকে। কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েকমাস ধরে আফগানিস্তানে সাংবাদিক, রাজনীতিক, সমাজকর্মী, চিকিৎসকরা ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছেন। প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবান এবং আইএস দুই ধরনের জঙ্গিরাই সক্রিয়।
  • অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা প্রতিষেধককে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিল পাকিস্তান। তারা চিন থেকে সেগুলি আমদানি করবে। মার্চ মাসে শুরু হবে এই টিকাকরণ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৩ জন বিশেষজ্ঞ পৌঁছলেন চিনের উহানে। সেখানে চিনের বিজ্ঞানীদের সঙ্গেই সমীক্ষা করবেন তাঁরা। এরই মধ্যে উহানের বিতর্কিত গবেষণাগার থেকে পাওয়া তথ্যে সন্দেহ জোরদার হচ্ছে যে বাদুড়ের কামড় থেকে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে।
  • চিকিৎসা সেরে বার্লিন থেকে মস্কোয় ফিরলেন রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সেই নাভলনি। দেশে ফেরামাত্র তাঁকে গ্রেপ্তার করল রুশ প্রশাসন।
Advertisement

 

জাতীয়
  • জি-৭-এর আসন্ন বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল ব্রিটেন। এই গোষ্ঠীর সদস্য ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন বৈঠকে ভারত ছাড়াও যোগ দেবে ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষক দেশ হিসাবে ডাক পেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। জুন মাসে কর্নওয়ালে এই বৈঠক বসবে। ব্রিটিশ সরকার আমন্ত্রণপত্রে ভারতকে `বিশ্বের ঔষধালয়’ বলে উল্লেখ করেছে।
  • কেরলের আলাপুঝায় দেশের প্রথম শ্রম মিউজিয়ামটি গড়ে তোলা হচ্ছে বলে জানা গেল।

 

বিবিধ
  • ১০ মাস পর যাত্রীদের জন্য ই-কেটারিং ব্যবস্থা চালু করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। দেশে ৪৫০টিরও বেশি ভেন্ডরকে অনুমতি দেওয়া হয়েছে এই ব্যবস্থায় খাদ্য সরবরাহ করতে।
  • হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কন্ঠশিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান (৮১) প্রয়াত হলেন। তিনি ছিলেন রামপুর-সহস্বন ঘরানার উদ্ভাবক উস্তাদ ইনায়েত হুসেন খানের দৌহিত্র। পদ্মবিভূষণ এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

খেলা
  • ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলল ৩৩৬ রান। একসময় ভারতের রান ছিল ১৮৬/৬। সপ্তম উইকেটে শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর ১২৩ রান যোগ করলেন। ওয়াশিংটন ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি করলেন মূল্যবান ৬২ রানও।
  • আইএসএল প্রতিযোগিতায় এটিকে মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। দুটি দল পয়েন্টের বিচারে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। অন্য ম্যাচে  নর্থ ইস্ট ইউনাইটেড ২-১ গোলে হারাল জাশেদপুর এফসি কে। ৭ ম্যাচ পর জয়ের মুখ দেখল নর্থ ইস্ট।

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 07:39:23
Privacy-Data & cookie usage: