কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জানুয়ারি ২০২১

882
0
daily current affairs

আন্তর্জাতিক

  • চিনের তিয়েনানমেন শহরে আইসক্রিমের মধ্যেও করোনার ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল। এদিকে বিশ্বে এই রোগ সংক্রমণে প্রাণহানির সংখ্যা ২০,৪৩,৭২৮। ৯,৫৮,৮৩,৮৩৫ জন সংক্রমিত হয়েছেন এ যাবৎ। প্রাণহানির হার সব থেকে বেশি ব্রিটেনে। ৬ কোটি মানুষের ব্রিটেনে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ লক্ষ মানুষ। ৮৯ হাজার জনের প্রাণহানি হয়েছে। সবথেকে বেশি প্রাণহানি হয়েছে মর্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেও করোনা ভাইরাসের ব্রিটেন স্ট্রেনই সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। অবশ্য এই ভাবে কোনো দেশের নামে ভাইরাস চিহ্নিতকরণে আপত্তি জানিয়েছেন `হু’-এর শীর্ষ কর্তা মাইক রায়ান।
  • পাকিস্তান থেকে সিন্ধু প্রদেশের স্বাধীনতার দাবিতে মিছিল করলেন কয়েক হাজার মানুষ।

 

জাতীয়

  • দেশে টিকাকরণের প্রথম তিন দিনে ৭,৭০৪টি কেন্দ্র থেকে প্রতিষেধক গ্রহণ করলেন ৩,৮১,৩০৫ জন। তবে লক্ষ্যমাত্রা ছিল ৯ লক্ষ। প্রতিষেধক নেওয়ার পর ৫৮০ জনের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা গেছে
  • অরুণাচল প্রদেশে বুম লা সীমান্তে সারি চু নদীর পরে গত কয়েক মাসে আস্ত তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে চিন। এর মধ্যে একটি গ্রাম নিয়্ন্ত্রণরেখার এ পারে ভারতের দিকে বলে অভিযোগ উঠেছে।

 

খেলা

  • সুপার কাপ চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিক বিলবাও। তারা এই নিয়ে তৃতীয়বার সুপার কাপ জিতল। এদিন সেভিয়ায় ফাইনালে তারা ৩-২ গোলে পরাস্ত করল বার্সেলোনাকে। বার্সার লিওনেল মেসি লাল কার্ড দেখলেন। ফুটবল জীবনে এই নিয়ে তৃতীয়বার লালকার্ড দেখলেন তিনি। তবে ৭৫৪ ম্যাচ বার্সেলোনার জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখলেন তিনি।
  • ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ২৯৪ রানে। ভারতের মহম্মদ সিরাজ ৫টি এবং শার্দূল ঠাকুর ৪টি উইকেট নিলেন।
  • আইএসএলেƒচেন্নাইয়িন এফসি-এসসি ইস্টবেঙ্গল ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল।
  • টানা ৮০০ সপ্তাহ এটিপি তালিকার প্রথম দশের মধ্যে থাকলেন রাফায়েল নাদাল। এক্ষেত্রে রেকর্ড রয়েছে রজার ফেডেরারের (৯৩১ সপ্তাহ)।
  • তামিলনাড়ুর কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল বাংলা।

 

বিবিধ

  • দক্ষিণ কোরিয়ার শিল্পপতি তথা স্যামসাং সংস্থার শীর্ষ কর্তা জে ওয়াই লিকে ৩৩ মাসের কারাদণ্ড দিল সে দেশের আদালত। সেখানকার প্রাক্তন রাষ্ট্রপতি পার্ক গিউন হে-কে ঘুষ দেওয়ার দায়ে এই শাস্তি দেওয়া হল তাঁকে। এই অভিযোগে আগেও কারাদণ্ড হয়েছি লি-র। খোদ প্রাক্তন রাষ্ট্রপতিও ২০ বছরের সাজা ভোগ করছেন।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল