কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জানুয়ারি ২০২১

911
0

আন্তর্জাতিক
  • রিপাবলিকান সমর্থকদের হামলার আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুডে ফেলা হয়েছিল ওয়াশিংটনে ক্যাপিটল হিলের রাস্তা। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জো বাইডেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো মহিলা তথা কৃষ্ণাঙ্গ ব্যক্তি উপরাষ্ট্রপতি পদে বসলেন। কোনো ভারতীয় তথা দক্ষিণপূর্ব এশিয়ার বংশোদ্ভূত ব্যক্তিও এই প্রথম উপরাষ্ট্রপতি হলেন। বাইডেনের সঙ্গেও নানাভাবে ভারতযোগ রয়েছে। তাঁর প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যাও অনেক। এমনকি এদিন রাষ্ট্রপতির ভাষণও দিয়েছেন বিনয় রেড্ডি নামে একজন ভারতীয় বংশোদ্ভূত। এদিন জোসেফ বাইডেন ও কমলা রেড্ডিকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানবিচারপতি জন রবার্টস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেডি গাগা, জেনিফার লোপেজ, ব্রুস স্প্রিংস্টিন, টম হ্যাঙ্কস প্রমুখ হলিউডের খ্যাতনামারাও। প্রাক্তন তিন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ বুশও উপস্থিত ছিলেন। এবারই প্রথম প্রথা ভেঙে শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বিদায়ী রাষ্ট্রপতি। বাইডেন শপথ নেওয়ার আগেই মেরিন ওয়ান হেলিকপ্টারে সপরিবারে হোয়াইট হাউস ত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

জাতীয়
  • আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকে কিছুটা হলেও জট কাটল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানালেন এক থেকে দেড় বছর পর্যন্ত তিনটি কৃষি আইনই স্থগিত রাখতে তৈরি কেন্দ্রীয় সরকার।
  • মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ ও নেপালকে অবাণিজ্যিক করোনা প্রতিষেধক কোভিশিল্ড পাঠাচ্ছে ভারত। শুভেচ্ছা নিদর্শন হিসাবে মঙ্গোলিয়া, ওমান, মায়ানমার, বাহরিন, মরিশাস, ফিলিপিন্সেও কোভিশিল্ড পাঠানো হচ্ছে। এরই মধ্যে দেশে ২ লক্ষেরও নীচে নেমে গেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা (১,৯৭,২০১)। দেশে ৭৮,৬৮,৮৪২ জন করোনার প্রতিষেধক নিয়েছেন।

 

বিবিধ
  • অ্যামাজন প্রাইমে গত ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ `তান্ডব’। এই সিরিজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ আঘাত করার অভিযোগ করেছেন মহারাষ্ট্রের বিধায়ক রাম কদম। তার ভিত্তিতে ধারাবাহিকটির প্রযোজক, লেখক ও অ্যামাজন ভারতের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করল মুম্বইয়ের ঘাটকোপার থানার পুলিশ। উত্তরপ্রদেশেও একাধিক অভিযোগ নথিবদ্ধ হয়েছে `তাণ্ডব’-এর বিরুদ্ধে।

খেলা
  • সাহসী ক্রিকট খেলে বর্ডার-গাভাস্কার ট্রফি জেতার জন্য সর্বত্র প্রশংসিত হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বলা হচ্ছে ভারতের দ্বিতীয় বা তৃতীয় সারির দল হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। প্রসঙ্গত, মার্ক ওয়া, মাইকেল ভন, রিকি পন্টিং, ব্র্যাড হ্যাডিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা সিরিজে ভারতের ০-৪ ব্যবধানে পরাজয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন।
  • আইএসএলে কেরল ব্লাস্টার্স ২-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে।

 

১৯ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল