কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জানুয়ারি ২০২১

schedule
2021-01-23 | 10:00h
update
2021-01-23 | 10:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইরাকের রাজধানী বাগদাদে অল্প সময়ের ব্যবধানে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩২ জনের মৃত্যু হল। জখম হয়েছেন ১১০ জন। তায়ারান স্কোয়ারের পুরনো জামা কাপডের দোকানে এই ঘটনা ঘটল। ২০১৮ সালের জানুয়ারিতে এই বাজারেই বিস্ফোরণ  ঘটিয়ে ৩০ জনকে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা।
  • রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েই পূর্ববর্তী ডোনাল্ড ট্রাম্পের একগুচ্ছ নীতি খারিজ করে দিলেন নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির বিশেষ তহবিল, কিছু মুসলিম দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার নিষেধাজ্ঞা ও রূপান্তরকামীদের সেনাবাহিনিীতে যোগ দেওয়ার নিষেধাজ্ঞা খারিজ করে দিলেন তিনি। এদিকে উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস তাঁর এই সাফল্য উৎসর্গ করলেন তাঁর মা স্যমলা গোপালনকে। ক্যান্সার গবেষক ভারতীয় স্যমলা গোপালন ১৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাডি দিয়েছিলেন।
Advertisement

জাতীয়
  • পুণের সেরাম ইনস্টিটিউটে এক অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৫ জনের। সংস্থার নির্মীয়মাণ একটি ভবনে আগুন লেগে যায়। প্রসঙ্গত, প্রায় একশো একর জায়গা জুডে রয়েছে সেরামের কারখানা ও অফিস। এই অগ্নিকাণ্ডে করোনা প্রতিষেধক কোভিশিল্ড উৎপাদনের কোনো ক্ষতি হয়নি বলে আশ্বস্ত করেছেন সংস্থার সিইও আদার পুনাওয়ালা। মঞ্জরি কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত ইউনিটে বিসিজি তৈরি হত বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থ্যাকারে।
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৫,২২৩ জন ও প্রাণহানি হয়েছে ১৫১ জনের। টিকাকরণ শুরুর পর এখনও পর্যন্ত ৯,৯৯,০৬৫ জন টিকা নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • তিন কৃষি আইন স্থগিত রাখা হবে বলে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রস্তাব খারিজ করে দিলেন আন্দোলনরত কৃষকরা। তাঁদের দাবি ওই আইন বাতিল করতে হবে।

 

বিবিধ
  • প্রথম বারের জন্য ৫০ হাজার অঙ্কে পা রাখল শেয়ারসূচক সেনসেক্স। নথিভুক্তকরণ শুরুর ৪২ বছরের মাথায় এই উচ্চতায় উঠল সূচক। প্রথম ১০ হাজার ছুঁতে সেনসেক্সের সময় লেগেছিল ১৭ বছর। সেখানে ৪০ হাজার থেকে ৫০ হাজারে ছুঁতে সময় লাগত ১ বছর ৮ মাস। বিস্ময়কর তথ্য হল লকডাউন পর্বে গত বছর মার্চ মাসে সেনসেক্স নেমে গিয়েছিল ২৫ হাজারের ঘরে। সেখান থেকে ৯ মাস ২১ দিনে তার বৃদ্ধি হয়েছে ২৪৫৪১ অঙ্ক। এদিন বাজার বন্ধের সময় অবশ্য সেনসেক্স কমে হয়েছে ৪৯৬২৪.৭৬ পয়েন্ট। বিশেষজ্ঞদের বক্তব্য এই বিস্ময়কর উত্থানের পেছনে বিদেশি লগ্নিও দায়ী। গত বছর এই অঙ্ক ছিল ১.৬৩ লক্ষ কোটি টাকা।

খেলা
  • ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। এদিন নাপোলিকে ২-০ হারানোর পরই তাদের জয় নিশ্চিত হল। এই নিয়ে নবমবার এই খেতাব জিতল তারা। আন্দ্রে পির্লো কোচ হওয়ার পর এই প্রথম কোনো ট্রফি জিতল `ওল্ড লেডি’। গোল দুটি করেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো ও আলভারো মোরাতা।
  • আইএসএলে এটিকে মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল চেন্নাইয়িন এফসিকে।

২০ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 01:11:40
Privacy-Data & cookie usage: