কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জানুয়ারি ২০২১

823
0

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হিসাবে জেনারেল লয়েড অস্টিনের নাম চূড়ান্ত হল। এই প্রথম কোনো আফ্রো আমেরিকান ব্যক্তি এই পদে বসছেন। এদিকে দায়িত্ব নেওয়ার পরই নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ১০টি নিদের্শিকা জারি করলেন। করোনা প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা আনতে এই পদক্ষেপ বলে জানা গেছে।
  • শীতকালে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কে টু জয় করে নজির গড়েছেন নেপালের ১০ জন পর্বতারোহী। এদিন তাঁদের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি।

 

জাতীয়
  • ব্রিটিশ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা ও গ্লোবাল সায়েন্স রিসার্চ লিমিটেডের বিরুদ্ধে মামলা করল সিবিআই। ২০১৮ সালের জুলাই মাসে সিবিআইকে এই মামলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বেআইনিভাবে সাড়ে ৫ লক্ষ ফেসবুক গ্রাহকের তথ্য সংগ্রহ করে তা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার ও ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে এই মামলা করা হল।
  • নয়াদিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনরত কৃষকদের বৈঠক ব্যর্থ হল। কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব খারিজ করে কৃষকরা বললেন, `আইন না ফেরালে ঘরে ফিরব না।‘
  • অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও কোভিশিল্ড-এর উৎপাদন ও সংরক্ষণে কোনো প্রভাব পড়েনি বলে জানালেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। প্রসঙ্গত, বিশ্বে প্রতিবছর সবথেকে বেশি প্রতিষেধক নির্মাণ করে সিরাম, গড়ে ১৩০ কোটি।

 

বিবিধ
  • লন্ডনের প্রাক্তন মেয়র উইলিয়াম বেকফোর্ড ও অষ্টাদশ শতকের ধনকুবের জন কাস-এর প্রস্তরমূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল লন্ডনের প্রশাসন। এই দুজনই দাস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

 

খেলা
  • আইএসএলে মুম্বই সিটি এফসি-এর কাছে ০-১ গোলে হেরে গেল এসসি ইস্টবেঙ্গল।
  • ৬৮ ম্যাচ ঘরের মাঠে অপরাজিত থাকার পর হেরে গেল লিভারপুল। ইপিএলে তারা বার্নালের কাছে ০-১ গোলে হেরে গেল। ২০১৭ সালের এপ্রিলের পর তারা অ্যানফিল্ডে কোনো ম্যাচে হার মানল।
  • ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

 

২১ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন