কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জানুয়ারি ২০২১

schedule
2021-01-28 | 06:36h
update
2021-01-28 | 06:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Outlook India

আন্তর্জাতিক
  • রাশিয়ার শতাধিক শহরে লক্ষ-লক্ষ মানুষ পথে নেমে বিক্ষাভ জানালেন। বিরোধী নেতা নাভালনির মুক্তির দাবিতে পথে নামলেন তাঁরা। প্রসঙ্গত, প্রবল ঠাণ্ডায় এখন কাবু গোটা রাশিয়া। সাইবেরিয়া সহ কিছু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের ৫০ ডিগ্রি নীচে নেমে গেছে। তা উপেক্ষা করে পথে নেমেছেন মানুষ। মস্কোয় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।
  • ওয়ার্ল্ড ইকনমি ফোরাম (ডব্লুইএফ)–এর দাভোস আ্যাজেন্ডার বৈঠক শুরু হল। এই প্রথম অনলাইন প্ল্যাটফর্মে এই বৈঠক হচ্ছে। ছয় দিনের এই বৈঠকের মূল বিষয় করোনা পরবর্তী বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যত।
জাতীয়
  • টিকাকরণের ৬ দিনে দেশে ১৫,৮২,২০১ জনকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছ। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লক্ষ জনকে করোনার টিকা দিতে ১০ দিন ও ব্রিটেনের ১৮ দিন সময় লেগেছিল। প্রসঙ্গত, গত ৫ দিন ধরে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে দু’লক্ষর নীচে।
  • জাতীয় নিরাপত্তা শুধু সশস্ত্র সুরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ নেই। তা ব্যক্ত রয়েছে সেনা, অর্থ, খাদ্য, স্বাস্থ্য, শক্তি ও পরিবেশ—এই ছটি বিষয়ে। বর্তমানে দেশের তথ্য ভাণ্ডারের সুরক্ষাই জাতীয় নিরাপত্তায় সব থেকে বড় চ্যালেঞ্জ। এই মন্তব্য করলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে।
Advertisement

বিবিধ
  • জাতীয় শিশুকন্যা দিবসে একদিনের জন্য নিজের কুর্সি ছেড়ে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আর সেই চেয়ারে বসে রাজ্য পরিচালনা করলেন হরিদ্বারের দৌলতপুরের বাসিন্দা ১৯ বছরের সৃষ্টি গোস্বামী। কৃষিবিজ্ঞানের তৃতীয় বর্ষের এই ছাত্রী একদিনের মুখ্যমন্ত্রী হয়ে অভিভূত। প্রসঙ্গত ২০১৮ সালে উত্তরাখণ্ড শিশু বিধানসভার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সৃষ্টি। সেই ছায়া বিধানসভায় তার ক্ষমতা দেখেই তাকে বাছা হয়েছে।
খেলা
  • গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় দ্বিশতরান (১৮৬) করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। টেস্টে এটি তাঁর ১৯তম শতরান। প্রথম টেস্টে ২২৮ রান করেছিলেন তিনি। এখন টেস্টে রুটের মোট রান ৮২৩৮। তিনি অতিক্রম করলেন জিওফ্রে বয়কটের ৮১১৪ রানের গণ্ডি।
  • থাইল্যান্ড ওপেনে চ্যাম্পিয়ন হলেন কারোলিনা মারিন। এই নিয়ে তিনি পর-পর দুবার এই খেতাব  জিতলেন।
  • আইএসএল প্রতিযোগিতায় বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি এবং জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ ড্র হল।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

২৩ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 04:49:23
Privacy-Data & cookie usage: