কারেন্ট অ্যাফেয়ার্স ১০ এপ্রিল ২০২৪

schedule
2024-04-12 | 09:06h
update
2024-04-12 | 09:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক একটি বুলেটিন প্রকাশ করে জানাল, গত পাঁচ মাসে গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় ৩৩,৪৮২ জন প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। অবশ্য কেবল গাজা ভূখণ্ড নয়, ওয়েস্ট ব্যাংকেও হামলা চালিয়েছে ইজরায়েল। তারা আগামী দিনে রাফা শহরেও হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এতদিন ইজরায়েলের এই হামলার পক্ষে কথা বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এবার তিনিও একটি সাক্ষাৎকারে বলেছেন, বেনজামিন নেতানিয়াহু-এর যুদ্ধের পন্থার সঙ্গে আমি সহমত নই।
জাতীয়
  • পতঞ্জলি সংস্থার দুই শীর্ষকর্তা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণের ক্ষমাপ্রার্থনা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, মূল ধারার চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে একাধিক বিজ্ঞাপন প্রচার করেছিল পতঞ্জলি। আদালতের নির্দেশ অমান্য করেও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ায় এই সংস্থার বিরুদ্ধে মামলা হয়। এই ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখার জন্য উত্তরাখণ্ড সরকারকেও ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত।
  • পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের যে সকল অভিযোগ উঠেছিল তার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আদালত নিজেই স্বত: প্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছিল। এছাড়াও বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছিল। সম্মিলিতভাবে এগুলির শুনানি হয়েছে। এর আগে সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হাঙ্গামার ঘটনার মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল।
  • “রাজনীতিতে যখন দুর্নীতির অনুপ্রবেশ প্রবল তখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে তৈরি হয়েছিল আম আদমি পার্টি। কিন্তু এই দল নিজেই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়েছে।” -এই অভিযোগ তুলে দিল্লির মন্ত্রিসভা থেকে এবং একইসঙ্গে দল থেকেও ইস্তফা দিলেন রাজকুমার আনন্দ। তিনি ছিলেন দিল্লি সরকারের শ্রম মন্ত্রী। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-এর জামিনের মামলার শুনানি নিয়ে আলাদা বেঞ্চ গঠনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
Advertisement

খেলা
  • আইএসএল প্রতিযোগিতায় প্লে অফ খেলার সুযোগ হারালো ইস্টবেঙ্গল। এদিন পাঞ্জাব এফসি দলের কাছে তারা চার এক গোলে পরাজিত হল। প্রতিযোগিতার বাইশটি ম্যাচে ইস্টবেঙ্গল মাত্র ছয়টিতে জয়লাভ করেছে, পরাজিত হয়েছে দশটি ম্যাচে। ফলে তাদের পয়েন্ট হয়েছে মাত্র চব্বিশ। প্রতিযোগিতার প্লে অফ এ পৌঁছে গেল চেন্নাইয়ান এফসি।
  • ২০২৭ সালের আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার যে আটটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে তার নাম ঘোষণা করা হলো। সেগুলি হল নিউল্যান্ডস, ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়ান পার্ক, কিংস মিড, বাফেলো পার্ক, সেন্ট জর্জ’স পার্ক, বোলান্ড পার্ক এবং ব্লুম ফন্টেন।
বিবিধ
  • দেশের প্রথম বোর্ড হিসেবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে চারটি সেমিস্টার চালুর ঘোষণা করেছে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হলো এক্ষেত্রে একাদশ ও দ্বাদশে প্রতিটি সেমিস্টারে ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ হতে হবে। পাস মার্কস ৩০ শতাংশ নম্বর। ব্যবহারিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা বা প্রকল্প সবকিছুতেই ন্যূনতম ত্রিশ শতাংশ না পেলে তারা পাস করবে না। এবং প্রতিটি সেমিস্টার এই প্রতিটি বিষয়ে আলাদা করে পাস মার্কস পেতে হবে তাদের।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 08:56:42
Privacy-Data & cookie usage: