কারেন্ট অ্যাফেয়ার্স ১১ অগস্ট ২০২৪

165
0
Current Affairs 11th August

আন্তর্জাতিক
  • ভারত থেকে বাংলাদেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ তিনি বাংলাদেশ পুলিশের হাতে অপহৃত হন। পরে মেঘালয় সীমান্তে তাঁকে পাওয়া যায়। তখন থেকেই তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। ইতিমধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
জাতীয়
  • তুঙ্গভদ্রা নদীর ওপর নির্মিত জলাধারের একটি গেট ভেঙে গেল। কর্নাটকের কোপ্পাল জেলায় পম্পাসাগর বাঁধে এই ঘটনা ঘটেছে। জলাধারের ১৯ নম্বর গেট জলের তোরে ভেসে গেছে বলে জানা গেছে। বর্ষায় টইটম্বুর জলাধরের স্থিতাবস্থা রক্ষায় চারটি বাদে সবগুলি গেটই খুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ১লক্ষ ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এই বাঁধটি তৈরির ৭০ বছর পর এত বড় ঘটনা ঘটলো।
  • নতুন ১০৯টি বীজের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুসা ইনস্টিটিউট আই সি এ আর এর গবেষণামূলক ফসলের জমিতে তিনি এই নতুন বীজের সূচনা করলেন।
খেলা
  • সমাপ্ত হল প্যারিস অলিম্পিকের আসর। এদিন স্টেট দা ফ্রান্স স্টেডিয়ামে সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হল। অলিম্পিকের মশাল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করলেন ফরাসি সাঁতারু লিও মার্চেন্ড। ২০২১ সালে টোকিও অলিম্পিকে পদক সংখ্যার তালিকায় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সোনার বিচারে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই পায় ৪০টি করে পদক। কিন্তু চিনের তুলনায় (২৭ টি, মার্কিন যুক্তরাষ্ট্র রুপো পায় ৪৪টি) অনেক বেশি পদক জেতায় তারাই প্রথম স্থান পেল। তৃতীয় স্থান পেয়েছে জাপান। তাদের প্রাপ্তি কুড়িটি সোনা। একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জসহ ভারতের প্রাপ্তি একাত্তরতম ক্রম। এদিন সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন মানু ভাকের এবং শ্রী জেশ। ২০২৮ সালে পরের অলিম্পিকের আসর বসবে লস অ্যাঞ্জেলসে।
বিবিধ
  • মার্কিন শেয়ার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে খোদ সেবি সংস্থার কর্ণধার মাধবী পুরি বুচ অনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত। আদানি সংস্থার দুটি বিদেশি তহবিলে মাধবী পুরি এবং তাঁর স্বামী ভবন বুচের অংশীদারি ছিল বলে অভিযোগ করা হয়েছে, এবং অনৈতিকভাবে সেই সংস্থার শেয়ার মূল্য বাড়ানো হয়েছে বলে অভিযোগ। মাধবী পুরি এই অভিযোগ অস্বীকার করলেন। এই প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে।