কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০২৩

275
0

আন্তর্জাতিক
  • ইতালির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল চারজন রোগীর। ইতালির টিভলি প্রদেশে এই ঘটনা ঘটেছে। গভীর রাতের এই অগ্নিকাণ্ড হয় ২০০ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
  • ঘূর্ণিঝড় আছড়ে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হল টেনেসিতে।
  • গাজা ভূখণ্ডতে ইজরায়েলের হানাদারিতে এখনো পর্যন্ত ১৭৭০০ জন প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করল প্যালেস্টাইন। যুদ্ধে জখম হয়েছেন ৪৮৭৮০ জন। নিহতদের চল্লিশ শতাংশই ১৮ বছরের কম বয়সী। এদিকে এই পরিস্থিতির মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে ১৪ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে বলে জানা গেল। এর আগে তারা অর্থাভাবের দোহাই দিয়ে যুদ্ধে সামরিক সরঞ্জাম সহায়তা করবে না বলে জানিয়েছিল। মানবতার খাতিরে ইজরায়েলের যুদ্ধ বন্ধ করা উচিত বলেও তারা মন্তব্য করেছিল। অবশ্য একদিন আগেই রাষ্ট্রসঙ্ঘে সংঘর্ষ বিরতির প্রস্তাব তারা ভিটো দিয়ে আটকে দেয়।
 জাতীয়
  • বহু জন সমাজ পার্টির নেত্রী মায়াবতী দলে তাঁর উত্তরসূরী হিসেবে তার ভাইপো উদয়বীর সিংহের নাম ঘোষণা করলেন। ২৮ বছরের উদয়বীর মায়াবতীর পর দলের নেতৃত্ব দেবেন বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
  • ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জনপ্রিয় আদিবাসী নেতা বিষ্ণুদেও সাই।
খেলা
  • ডারবানে বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
  • পরপর দুই ম্যাচে পরাস্ত হওয়ার পর ভারতের মহিলা ক্রিকেট দল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরাস্ত করল ইংল্যান্ডকে। মুম্বইয়ে ওয়ানখেরে স্টেডিয়ামে এই ম্যাচে জেতার ফলে সিরিজে ১-২ ব্যবধানে পরাস্ত হলো ভারত।
বিবিধ
  • অসলো সিটি হলে একটি অনুষ্ঠানে তুলে দেওয়া হলো ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার। এ বছর যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সেই মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি ইরানের জেলে বন্দি রয়েছেন। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করলেন তাঁর দুই সন্তান আলি এবং কিয়ানা রেহমানি।
  • ট্রাকের কেবিনে বাতানুকূল যন্ত্র বসানো বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক । ২০২৫ সালের ১ অক্টোবর বা তারপরে তৈরি সমস্ত ট্রাকের কেবিনে এই বাতানুকূল যন্ত্র বসানো বাধ্যতামূলক।