আন্তর্জাতিক
- ভিডিয়োর সত্যতা জনা না গেলেও পাকিস্তানে পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত ১৮ জন প্রযুক্তবিদকে অপহরণের অভিযোগ উঠল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে। ১৮ জন প্রযুক্তিবিদই পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছে। কেন তাদের অপহরণ করা হয়েছে তার কারণ জানা যায়নি।
- লস অ্যাঞ্জেলেস-এ দাবানলে মৃত্যু বেড়ে ১০। গত চারদিন ধরে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। দাবানলের করাল গ্রাসে পুড়ে খাক হয়ে যাচ্ছে অভিজাত লস অ্যাঞ্জেলস। হাজার দশেক নির্মাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বিখ্যাত তারকা তাঁদের সাধের ঘর হারিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্যারিস হিলটন, অ্যাডাম ব্রডি, বিলি ক্রিস্টাল সহ অনেক খ্যাতিমান ব্যকিত্বদের ঘর পুড়ে গিয়েছে। স্টিভেন স্পিলবার্গের বাড়ি বিপদের আশঙ্কায়। গোদের উপর বিষফোঁড়ার মতো সেখানে এবার তৈরি হয়েছে জলের হাহাকার। যে হারে জল সেখানে লাগছে তাতে দেশের অন্যত্র জলের ঘাটতি দেখা দিয়েছে। চাপ কমেছে জলের। কীভাবে এই বাড়তি জলের জোগান তারা দেবেন সেটাই এখন ভাবছেন।
দেশ
- আবগারি অনিয়মে দিল্লি সরকারের অন্তত ২০২৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে সম্প্রতি সিএজির এমনই রিপোর্ট ফাঁস হয়েছে। এটা চক্রান্ত বলেছেন দিল্লির আপ সরকারের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি আপত্তি জানিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনের আগে এটা চক্রান্ত। ভোটের আগেই রিপোর্ট কী করে ফাঁস হল? কেন সরকারি ভাবে প্রকাশ করা হচ্ছে না?
খেলা
- ৩৯ বছর বয়সেও গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের হয়ে আরও একটি গোল করেছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে রেকর্ড করেছেন। সৌদি লিগে আল আখদৌদের বিরুদ্ধে গোল করেছেন। ২০২৪ সালে ৪৩টি গোল করেছেন।
বিবিধ
- তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হল শান্তনু সেন ও আরাবুল ইসলামকে।
- সরকারি পরিসংখ্যান জানাল শিল্পবৃদ্ধির হার ৫.২ শতাংশ হয়েছে। ২০২৩ নভেম্বর মাসে ২.৫ ছিল। বিশিষ্টরা বলছেন চাহিদা বৃদ্ধি এবং কারকানার উথপাদন বৃদ্ধিই এর কারণ।
- নব্বই ঘণ্টা কাজ করার কথা বলে বিতর্কে জড়িয়েছেন এল অ্যান্ড টি-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন। তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শিল্প মহলে।