কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুলাই ২০২৩

schedule
2023-07-11 | 11:48h
update
2023-07-11 | 11:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ত্রিদেশীয় সফরের শুরুতেই ব্রিটেনে পৌঁছলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এদিন লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বাইডেনের। ইউক্রেনে সমরাস্ত্র পাঠানো নিয়েও রাষ্ট্রনায়কের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইডেনের স্ত্রী জিল। এদিন উইন্ডসর প্রাসাদে চার্লসের সঙ্গেও দেখা করেন মার্কিন রাষ্ট্রপতি।
জাতীয়
  • মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রশাসনের। এক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকার নিজেরাই ঠিক করবে কোন পদ্ধতিতে তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা করবে। একটি মামলার সূত্রে এদিন এই মন্তব্য করল প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। প্রসঙ্গত, গত ৩ মে থেকে অশান্তি শুরু হয়েছে মণিপুরে। সরকারি হিসেবে প্রাণ হারিয়েছেন ১৪২ জন। ভাঙচুর করা হয়েছে পাঁচ হাজারের বেশি বাড়ি। এখনো সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বর্তমানে সেখানে ১২৪ কলাম সেনা এবং ১২৪ কোম্পানি আধা সেনা মোতায়েন করা রয়েছে। এদিন চোরাচাঁদপুরে আক্সিস ব্যাংকের একটি দপ্তর খোলার পর দেখা যায় এই দীর্ঘ দিন ব্যাংক বন্ধ থাকার সময় পেছনের দেয়াল ভেঙে এক কোটি টাকার বেশি চুরি হয়ে গিয়েছে।
  • প্রবল বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত উত্তর ভারত। সেখানে ভূমিধস ও মেঘ ভাঙ্গা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। বিপদ সীমার ওপর দিয়ে বইছে বিপাশা নদী। কিছু এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
Advertisement

খেলা
  • কানাডা ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। ফাইনালে তিনি চিনের লি সি ফেংকে ২১-১৮, ২২-২০ গেমে হারিয়ে দিলেন। উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা ২১ বছর বয়সী লক্ষ্য সেন ১৭ মাস পরে ফের কোন বিশ্ব ট্যুর খেতাব জিতলেন। সর্বশেষ কমনওয়েলথ গেমসেও তিনি সোনার পদক জিতেছিলেন।
  • লিমেরিকে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ১১ টি পদক জিতল ভারত। ভারত পেয়েছে ছটি সোনা একটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক। এই প্রথম তিরন্দাজি রিকার্ভ বিভাগে সোনা জিতলেন ভারতের কোন প্রতিযোগী। তিনি হলেন পার্থ সারুঙ্গে।
বিবিধ
  • ইতালির প্রয়াত তথাপ্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও শনির ব্যক্তিগত উইল প্রকাশ্যে এলো। সেখানে দেখা গেছে তিনি তার শেষ জীবনের সঙ্গী মার্তা হাসিনার জন্য যে সম্পত্তি রেখে গিয়েছেন তার পরিমাণ ১০০ মিলিয়ন ইউরো বেশি ভারতীয় মুদ্রায় ৯০০ কোটি টাকার বেশি ইতালিয়া দলের নেতৃস্থানীয়। বারলুস খনির সঙ্গে তার প্রথা মেনে বিয়ে হয়নি এর আগে দুবার বারেলস্কনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও বিবাহ বিচ্ছেদ করেন রাজনৈতিক ব্যক্তি হলেও ব্যক্তিগত জীবনে বিপুল বিতর্ক রয়েছে
  • দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সম্মলিঙ্গ বিবাহ বৈধ হতে চলেছে নেপালে। নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি তিলপ্রসাদ শ্রেষ্ঠ একটি মামলার সূত্রে রায় দিয়েছেন যে, প্রশাসনকে সমলিঙ্গ বিবাহ নথিভুক্তির জন্য আলাদা একটি ব্যবস্থা চালু করতে হবে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.05.2024 - 15:21:13
Privacy-Data & cookie usage: