কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে ২০২৪

221
0
Current Affairs 10th May

আন্তর্জাতিক
  • এতদিন রাষ্ট্রসঙ্ঘে বিশেষ পর্যবেক্ষক হিসেবে রয়েছে প্যালেস্টাইন। কিন্তু তারা আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পায়নি। এদিন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার একটি জরুরী অধিবেশনে প্যালেস্টাইনকে রাষ্ট্রসঙ্ঘের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার খসড়া প্রস্তাব পেশ করল সংযুক্ত আরব আমিরশাহী। ১৯৩ সদস্যের এই সভায় ১৪৩টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে, ২৫টি দেশ ভোট দেয়নি এবং ৯টি দেশ বিরোধিতা করেছে এই প্রস্তাবের। ভারত এই প্রস্তাবকে সমর্থন করেছে। অতীতে ভারতই প্যালেস্টাইনকে আরব দেশ গুলির বাইরে সর্বপ্রথম স্বীকৃতি জানিয়েছিল।
জাতীয়
  • ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন ১২ জন মাওবাদী। বিজাপুরের অরণ্যে এদিন এই সংঘর্ষ হয়েছে। চলতি বছরে এখনো পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ১০৩ জন মাওবাদী কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০১৬ সালে এক বছরে ১৩৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল।
  • ২০১৩ সালের ২০ আগস্ট পুনের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আন্দোলনকারী নেতা, সমাজকর্মী নরেন্দ্র দাভোলকরকে। অবশেষে এই হত্যা মামলায় দুজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল পুনের বিশেষ ইউ এ পি এ আদালত। প্রমাণের অভাবে তিনজন অভিযুক্ত ছাড়া পেয়েছে। যারা এই হামলা চালিয়ে ছিল তারা সনাতন সংস্থা নামে একটি উগ্রবাদী ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত বলে পুলিশের তদন্তে জানা গেছে।
  • পুনরায় বর্ণবৈষম্যের অভিযোগ উঠল মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রজার ফোর্টসন নামে একজন কৃষ্ণাঙ্গ বায়ু সেনা কর্মীর বাড়িতে ঢুকে পুলিশ তাকে হত্যা করেছে বলে অভিযোগ। যদিও রজারের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না।
খেলা
  • দোহা ডায়মন্ড লিগে জ্যাভলিন ছোঁড়ায় নীরজ চোপড়া রুপোর পদক জিতলেন। এই প্রতিযোগিতা থেকে গত বছর সোনার পদক জিতেছিলেন ভারতের এই প্রতিযোগী। এ বছর তিনি সর্বোচ্চ ৮৮.৩৬ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। মাত্র ২ সেন্টিমিটার এর জন্য সোনা হাতছাড়া হল নীরজের।
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের কলিং মুনরো। দেশের হয়ে একটি টেস্ট, ৫৭ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৬৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।
  • একটানা ৪৮ টি ম্যাচ জিতে নতুন রেকর্ড করল ইতালির দল লেবারকুসেন। তারা ভেঙে ফেলল বেনফিকার ৫৯ বছরের পুরনো রেকর্ড।
  • ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তা ও সম্মানহানির ঘটনায় চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। ৬ জন মহিলা কুস্তিগীরের অভিযোগ দেখে দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত এই নির্দেশ দিয়েছে।
বিবিধ
  • ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রেকর্ড ২৪৩ গিগাওয়াটে পৌঁছেছিল। এ বছর সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। একইসঙ্গে বিদ্যুৎ ঘাটটির আশঙ্কাও করা হচ্ছে। আসন্ন সেপ্টেম্বর মাসে রাতে ১৪ গিগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকতে পারে বলে আশঙ্কা।
  • প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ে লোখন্ডওয়ালার একটি মোড়ের নাম শ্রীদেবী কাপুর চক নামাঙ্কিত করল বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন।