কারেন্ট অ্যাফেয়ার্স ১০ নভেম্বর ২০২৩

316
0
Current Affairs 10th November

আন্তর্জাতিক
  • গাজায় ইজরায়েলের সামরিক বাহিনী ও বিমানবাহিনীর হানায় মৃতের সংখ্যা ১১ হাজার অতিক্রম করে গেল বলে জানিয়েছে প্যালেস্টাইন। উত্তর গাজায় বিভিন্ন হাসপাতালে বোমা বর্ষণ করে ইজরায়েল। তার মধ্যে গাজার সবথেকে বড় হাসপাতাল আল সিফায় মোট পাঁচবার বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
  • চিকনগুনিয়ার টিকা তৈরি হলো। এই প্রথম চিকনগুনিয়ার কোনও টিকা তৈরি করা সম্ভব হলো। এটি তৈরি করেছে ইউরোপীয় সংস্থা ভালনেভা। এর নাম ‘ইক্সচিক’।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযান বিশেষত চাঁদের অভিমুখে অভিযানের অন্যতম নায়ক ফ্র্যাঙ্ক বরম্যান প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ১৯৬৮ সালে মার্কিন মহাকাশযান অ্যাপেলো ৮ চাঁদকে যে দশবার প্রদক্ষিণ করেছিল সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
জাতীয়
  • নাগাল্যান্ড বিধানসভায় পাশ হল স্থানীয় পৌরসভা নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল। প্রসঙ্গত, মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ নিয়ে বিভিন্ন বিতর্কে গত কুড়ি বছর ধরে নাগাল্যান্ডে পৌরসভার নির্বাচন সম্পন্ন করা যায়নি।
  • নয়া দিল্লিতে শুরু হল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আলোচনা সভা ক্লাস টু পঞ্চম টু প্লাস টু বৈঠক ভারতের বিদেশ মন্ত্রী এর জয় শংকর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন বিদেশ সচিব এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লোয়েড অস্টিন এই বৈঠকে অংশ নিয়েছেন।
  • বিধানসভায় পাশ হওয়া বিল সই না করে ফেলে রাখার জন্য রাজ্যপালদের ভর্তসনা করলো সুপ্রিম কোর্ট। পাঞ্জাব ও তামিলনাড়ু রাজ্য সরকার এই বিষয়ে সর্বোচ্চ আদালতে মামলা করেছিল।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী হলো আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানরা ভালো খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে তাদের সংগ্রহ ২৪৪ রান। এরপর একসময় ২৮ ওভারে ১৪০ রানে চার উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। বিশ্বকাপে নটি মাছ খেলে সাতটিতে জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিবিধ
  • চক্ষু প্রতিস্থাপনে সফল হলেন মার্কিন চক্ষু বিজ্ঞানীরা। এই প্রথম বিশ্বে সম্পূর্ণ একটি চোখ সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হল। নিউইয়র্কের একটি হাসপাতালের চক্ষু চিকিৎসকেরা চোখ সংলগ্ন শিরা-উপশিরা –অপটিক নার্ভ প্রভৃতি সংগ্রহ করে তা সফল ভাবে প্রতিস্থাপন করেছেন।
  • মিলেট নিয়ে একটি গান রচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই গানে সুর দিয়ে গেয়েছেন মার্কিন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক দম্পতি ফাল্গুনী সহ গৌরব শাহ। এই গান এবার গ্রামের মনোনয়ন পেয়েছে বলে জানা গেল।