কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জানুয়ারী, ২০১৯

530
0
Current Affairs 11 Jan 2019

আন্তর্জাতিক

  • রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির আবেদন খারিজ করে দিল ইয়াঙ্গনের আদালত। মায়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচারের তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ওই দুই ব্রিটিশ সাংবাদিক।
  • গ্রিস সফরে গেলেন জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হামলার দায় স্বীকার করলেন তিনি।
  • গ্রিসের ১২টি বিশ্ববিদ্যালয়ে বিষ মাখানো খাম পাঠানো হয়েছে। চিঠিগুলি ভারত থেকে গিয়েছিল বলে অভিযোগ।

জাতীয়

  • ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে পদত্যাগ করলেন অলোক বর্মা। সিবিআই–এর ডিরেক্টর পদ থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছিল।
  • ২০০১ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির হত্যাকাণ্ড ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত।
  • প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে সারদা মামলায় চার্জশিট দিল সিবিআই।

বিবিধ

  • দেশে শিল্প উৎপাদন বৃদ্ধির হার গত নভেম্বর মাসে কমে হয়েছে ০.৫ শতাংশ। গত অক্টোবরে তা ছিল ৮.৪ শতাংশ। এক বছর আগের নভেম্বরে তা ছিল ৮.৫ শতাংশ। এই নভেম্বরের শিল্প উৎপাদন গত ১৭ মাসে সর্বনিম্ন বলে জানানো হল।
  • গত ১০ বছরে দেশে চোরা শিকারিদের দাপটে ৩৮৪টি বাঘের মৃত্যু হয়েছে। ৯৬১ জন চোরা শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য জানাল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।

খেলা

  • ২০১৯ সালে উইম্বলডনের পরেই অবসর নেবেন বলে জানালেন অ্যান্ডি মারে।
  • বিরাট কোহলি, রবি শাস্ত্রীকে আজীবন সদস্যপদ দিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এর আগে শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা প্রমুখ ব্যক্তি এই সম্মান পেয়েছেন।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র টি ২০ ম্যাচে জিতল নিউজিল্যান্ড।
  • টিভি শোতে মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরিয়ে আনার কথা জানাল বিসিসিআই।