আন্তর্জাতিক
- রাশিয়া ইউক্রেনের বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক বসল তুরস্খে। সেখান থেকেও কোনো সমাধানসূত্র পাওয়া গেল না। ইউক্রেন দাবি করল নিষিদ্ধ ঘোষিত থার্মোবারিক রকেট হামলা চালাচ্ছে রাশিয়া। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রও সমর্থন করেছে এই দাবি। রাশিয়ার দাবি মার্কিন অর্থে জৈব অস্ত্র তৈরির গবেষণা চলছিল ইউক্রেনে।
- করোনা সংক্রমণ বাড়ায় চিনের চাংচুন শহরে লকডাউন করা হল। এই শিল্প শহরে ৯০ লক্ষ মানুষের বাস। সেখানে একদিনে ৩৯৭ জনের সংক্রমণ ধরা পডেছে। আই এস প্রধান আবু ইব্রাহিমের আহত হবার খবর মেনে নিল জঙ্গি গোষ্ঠী। তাদের নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হল আবু আল হাসেমি আল কুরেশির নাম।
জাতীয়
- মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দেশের প্রথম ড্রোন স্কুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চোহান ও কেন্দ্রীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
- গত ৯ মার্চ ভারতের একটি ক্ষেপণাস্ত্র আচমকা গিয়ে পড়ল পাকিস্তানের মিঁয়া চান্নু এলাকায়। তাতে কোনো প্রাণহানি হয়নি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উচ্চ পর্যায়র তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
- পঞ্চম কলম্বো সিকিউরিটি কনক্লেভ অনুষ্ঠানে যোগ দিল ভারত, শ্রীলঙ্কা, মলদ্বীপ, মরিসাস, বাংলাদেশ ও সেশলস-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।
খেলা
অষ্টম আইএসএলের প্রথম পর্বের সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ১-০ গোলে হারিয়ে চমক দিল কেরল ব্লাস্টার্স। লিগে তাদের একবারও হারাতে পারেনি কেরল।
বিবিধ
পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করলেন। ৩ লক্ষ ২১ হাজার ২ কোটি টাকার বাজেটে ঘাটতি ১২ কোটি টাকা। লক্ষ্মীভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্পে রাখা হয়েছে যথাক্রমে ১০৭৬৭ কোটি ও ২৫০০ কোটি টাকা।