কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ অক্টোবর ২০২০

814
0

আন্তর্জাতিক

  • লাদাখকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং অরুনাচল প্রদেশকে ভারতের অঙ্গরাজ্য বলে মানে না চিন। এদিন চিনের বিদেশ মন্ত্রক এই মন্তব্য করেছে। বস্তুত মাত্র একদিন আগেই চিন সীমান্তে বর্ডার রোডস অর্গানাইজেশনের ৪৪টি সেতুর উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাক অধিকৃত সীমান্তে চিন ও পাকিস্তান পরিকাঠামো গড়ে সঙ্কট তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তারপরই চিন এই প্রতিক্রিয়া দেখাল।
  • করোনা প্রতিষেধক সংক্রান্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখল জনসন অ্যান্ড জনসন। একজন স্বেচ্ছাসেবক পরীক্ষামূলক প্রতিষেধকটি নেওয়ার পর অসুস্থ হওয়ার কারণে এই সিদ্ধান্ত। ৬০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালাচ্ছে তারা। এদিকে বিশ্বে ৩৮২৮৫৫৯৮ জন সংক্রমিত হয়েছেন করোনায়। ১০৮৮৮৫১ জন প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে।

 

জাতীয়

  • উত্তর প্রদেশের হাথরসে দলিত কন্যার ওপর নির্যাতন ও হত্যা মামলা গত ১১ অক্টোবর হাতে নিয়েছিল সিবিআই। এদিন তারা বুলগরহি গ্রামের ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করল। এই ঘটনায় নির্যাতিতার দেহ পুলিশ যেভাবে পুড়িয়ে দিয়েছে তাতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ।
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫৩৪২ জন কোভিড সংক্রমিত হয়েছেন যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮৩৮৭২৯ জন যা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর সবথেকে কম। দেশে ১৯২৭টি পরীক্ষাকেন্দ্রে দৈনিক ১৫ লক্ষ কোভিড পরীক্ষার পরিকাঠামো তৈরি হয়েছে। দেশে সুস্থতার হার ৮৬.৭৮ শতাংশ, মৃত্যুর হার ১.৫৩ শতাংশ এবং সংক্রমণ দ্বিগুন হচ্ছে ৭৪.৯ দিনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানালো।

 

বিবিধ

  • হুডখোলা দোতলা বাসে কলকাতা ঘুরে দেখার ‘কলকাতা কানেক্ট ২০২০’ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পর্যটন নিগমের পরিচালনায় এই ব্যবস্থায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জন চার্চ, জিপিও, ওল্ড কারেন্সি বিল্ডিং, সেন্ট এন্ড্রুজ চার্চ, বিবাদি বাগ, গ্রেট ইস্টার্ন হোটেল, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেনস, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, নবান্ন, ন্যাশনাল লাইব্রেরির মতো স্থানগুলি ঘুরিয়ে দেখানো হবে।
  • ২০২০ সালে দেশে জিডিপি ১০.৩ শতাংশ হারে সঙ্কুচিত হতে পারে বলে পূর্বাভাষ দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাষ ৯.৬ এবং আরবিআই-এর পূর্বাভাষ ৯.৫ শতাংশ হারে সঙ্কোচনের।

 

খেলা

  • কোভিড আক্রান্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর ফলে উয়েফা নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি।
  • ভারতের লক্ষ্য সেন ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে হারালেন ক্রিস্টো পোপভোকে। ১৯ বছরের লক্ষ্য জিতলেন ২১-৯, ২১-১৫ ফলে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল