কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জানুয়ারি ২০২১

838
0
Courtesy: News18

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হয়ে আগেই নজির গড়েছেন কমলা হ্যারিস। এবার জ্যানেট ইয়েলেনকে অর্থসচিব পদে নিয়োগের সিদ্ধান্ত নিল সে দেশের সেনেট। অর্থনীতিবিদ জ্যানেটই হতে চলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অর্থসচিব।
  • বিশ্বে মোট করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ছুঁল (১০,০৫,৮৫,৪৬৩ জন)। সুস্থ হয়ে উঠেছেন ৭,২৫,১৪,২০৫ জন। করোনায় প্রাণহানির সংখ্যা ২১,৫৮,৬০৯। বিশ্বের ২১৯টি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে ৪ লক্ষাধিক ও ২ লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে।

জাতীয়
  • যথাযথ মর্যাদায় পালিত হল ৭২তম সাধারণতন্ত্র দিবস। করোনা অতিমারির কারণে এবার নয়াদিল্লির সামরিক কুচকাওয়াজে কোনও বিদেশি রাষ্ট্রনেতা ছিলেন না। এবারই কুচকাওয়াজে প্রথম জনসমক্ষে এল রাফাল যুদ্ধবিমান। সেনার চারটি ও বায়ুসেনার ৩৮টি যুদ্ধবিমান ছিল কুচকাওয়াজে। দেশের প্রথম মহিলা যুদ্ধবিমান চালক ভাবনাকান্ত অংশ নিলেন কুচকাওয়াজে। এবারই প্রথম অন্য দেশের সেনা এই প্রদর্শনীতে যোগ দিলেন। কুচকওয়াজে অংশ নিলেন বাংলাদেশের ১২২ জন জওয়ান। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এবারই প্রথম ট্যাবলো পাঠাল লাদাখ। পশ্চিমবঙ্গের ট্যাবলোয় তুলে ধরা হল `সবুজ সাথী’ প্রকল্পে স্কুলপড়ুয়াদের সাইকেল প্রদানের বিষয়টি।
  • নয়াদিল্লিতে ট্রাক্টর নিয়ে মিছিল করলেন কৃষকরা। যাত্রাপথে রাজধানীর নানা স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের। মৃত্যু হয় একজন কৃষকের তাঁর নাম নভদীপ। লালকেল্লায় শিখদের ধর্মীয় পতাকা ওড়ানো হল। পরে আন্দোলনকারীদের সরিয় দেয় পুলিশ।
  • গত ২৪ ঘণ্টায় দেশে ৯,১০২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। দৈনিক সংক্রমণের এই হার গত ৯ মাসে সর্বনিম্ন।
  • অযোধ্যার ধন্নীপুরে পূর্ব ঘোষণা মতোই জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মাধ্যমে মসজিদ নির্মাণের কাজ শুরু হল। বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এই জমিতে হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিধ
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা দুটি বইয়ের অসমিয়া অনুবাদ গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই। এর মধ্যে একটি হল মাকে লেখা তাঁর চিঠিগুলির সংকলন। নাম `আইলৈ চিঠি’। অন্যটি মন কি বাতের সংগ্রহ `মোর প্রিয় দেশবাসী’।
  • টিকটক সহ ৫৯টি মোবাইল অ্যাপকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

খেলা 
  • ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা (৪৫) প্রয়াত হলেন। রক্তের দুরারোগ্য এইচএলএইচ (হেমোফাগোসিটিক লিম্ফো হিস্টিয়োসাইটোসিস) রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে সাফ কাপ ও সাফ গেমসে খেলেছিলেন। বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। কলকাতার তিন প্রধান ছাড়াও টালিগঞ্জ অগ্রগামী, কলকাতা পোর্ট ট্রাস্ট এবং জেসিটি দলে খেলেছিলেন তিনি।
  • আইএসএলে এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেড।
  • সিডনিতে কোন দর্শক বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন তা চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

 

২৫ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল