কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জানুয়ারি ২০২১

877
0

আন্তর্জাতিক
  • ব্রিটেনে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা এক লক্ষ অতিক্রম করল (Current Affairs)। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকোর পর পঞ্চম কোনো দেশে প্রাণহানি লক্ষের সীমা ছাপিয়ে গেল। বিশ্বে সংক্রমিতের সংখ্যা ১০,১০,৮৭,১৯৫। প্রতিদিন গড়ে ৬,৬৮,২৫০ জন করোনায় সংক্রমিত হচ্ছেন। প্রতি ৭.৭ সেকেন্ডে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিশ্বের ১.৩ শতাংশ এর মধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। বিশ্বে সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার ২.১৫ শতাংশ।
  • এইচ-১ বি ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া পেশাদার ব্যক্তির স্বামী বা স্ত্রীরা সে দেশে কোনো চাকরি করতে পারবেন না বলে ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশিকা জারি করেছিলেন তা খারিজ করে দিলেন নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এদিকে মার্কিন কংগ্রেসের সদস্য হিসাবে প্রমীলা জয়পাল ও করোনা মোকাবিলা বিষয়ক কমিটির সদস্য হিসাবে রাজা কৃষ্ণমূর্তি নামের দুই ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতাকে বেছে নেওয়া হল।
জাতীয়
  • দিল্লিতে অশান্তি বিশেষত লালকেল্লায় তাণ্ডব চালানোর অভিযোগে ১৯জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসের এই ঘটনায় ৩৯৪ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানানো হয়েছে। হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা দীপু সিধুর বিরুদ্ধে। তিনি একাধারে মডেল, অভিনেতা, আইনজীবী এবং রাজনীতিবিদও।
  • ১৮ জন মহিলাকে খুন করার পর ধরা পড়ল  হায়দরাবাদের সিরিয়াল কিলার মইনা রামালু (৪৫)। তর বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর আগে ধরা পড়লেও পুলিশের হাত থেকে পালিয়েছিল সে। এদিকে অন্ধ্রপ্রদেশের শিক্ষক দম্পতি ভি পুরুষোত্তম নাইডু এবং ভি পঙ্কজাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। এই দম্পতির দাবি দৈববাণী শুনে তাঁরা দুই উচ্চশিক্ষিত দুই কন্যাকে হত্যা করেন। রাত পোহালেই সত্যযুগ আসবে বলে বিশ্বাস ছিল তাঁদের।
বিবিধ
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ১৪৮তম বৈঠকের সভাপতিত্ব করলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। হু থেকে বেরিয়ে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তুতি শুরু করেছিলেন নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের তা খারিজ করার ঘটনাকে স্বাগত জানালেন তিনি।
  • কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় একটি সুস্থ সিংহ শাবকের জন্ম হল সিঙ্গাপুর চিড়িয়াখানায়। তার নাম রাখা হয় সিম্বা।
  • আত্মজীবনী লিখেছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তার নাম `বাই মেনি আ হ্যাপি অ্যাক্সিডেন্ট: রিকালেকশন অব আ লাইফ।’
খেলা
  • আইএসএলে কেরল ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল।
  • আইসিসিএর একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ দুটি স্থান ধরে রাখলেন ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা।
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

২৬ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন