কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জানুয়ারি ২০২১

schedule
2021-01-30 | 10:57h
update
2021-01-30 | 10:57h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আল কায়দা জঙ্গি আহমেদ ওমর সাইফ সেখের মুক্তির নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়ার ব্যুরো প্রধান পার্লকে অপহরণ করে হত্যা করা হয় ২০০২ সালে।  সেই মামলায় ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপর সিন্ধু প্রদেশের হইকোর্ট সেই শাস্তি খারিজ করে ৭ বছরের কারাদণ্ড দেয়। পাক সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়ই বহাল রাখল। পার্লের পরিবার একে `বিচারের নামে প্রহসন’ বলে মন্তব্য করল। ভারত বলল `হাস্যকর’। সিন্ধু প্রদেশের সরকার অবশ্য শৃঙ্খলা রক্ষায় অডির্ন্যান্স এনে এখনও ওমরকে বন্দি রেখেছে। পাক সুপ্রিম কোর্টে বিচার চলছে সেই মামলারও।
Advertisement

জাতীয়

  • আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ২৪ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত জনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিভিক ভলান্টিয়াররা অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা হতে পাবেন বলে জানালেন তিনি।
  • ৫ বছরের এক শিশু কন্যাকে নিগ্রহের মামলায় পকসো আইনে অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ বলে মুক্তি দিলেন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গনেডিয়ালা। এর আগে গত ১৯ জানুয়ারিও পকসো আইনে তাঁর একটি রায় বিতর্ক তৈরি করেছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
  • সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে প্রদর্শিত ট্যাবলোগুলির মধ্যে উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও উত্তরাখণ্ডের ট্যাবলোকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দিল প্রতিরক্ষা মন্ত্রক।

বিবিধ

  • অবিশ্বাস্য গতিতে উত্থানের পর শেয়ার বাজারে এখন একনাগাড়ে নামছে শেয়ার সূচক। গত ৫ দিনে সেনসেক্স ১৩৮১৭.৫৫ অঙ্ক এবং নিফটি ৮২৭.১৫ অঙ্ক পড়েছে। পাঁচ দিনে বাজারের ক্ষতি হল ৯.৫৬ লক্ষ কোটি টাকা।
  • ১৮০টি দেশ ও অঞ্চলকে নিয়ে গঠিত `ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল’ সূচকে ভারতের স্থান হল ৮৬তম। গত এক বছরে ভারত ৬টি স্থান নেমে গেছে।

খেলা

  • আইএসএলে হায়দরাবাদ এফসি-বেঙ্গালুরু এফসি ম্যাচ ২-২ গোলে ড্র হল। এই নিয়ে টানা ৮টি ম্যাচে জয় পেল না বেঙ্গালুরু।
  • করাচিতে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা পাকিস্তানের হাসান আলিকে আউট করে টেস্টে ২০০তম উইকেট নিলেন। তিনি ৭০ টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন।

 

২৭ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2024 - 09:42:42
Privacy-Data & cookie usage: