কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জানুয়ারি ২০২১

653
0
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • টিউনিশিয়ার রাষ্ট্রপতি কেইস সইদকে বিষ মাখানো চিঠি পাঠিয়ে হত্যার চেষ্টা করা হল। রাষ্ট্রপতি দপ্তরের একজন মহিলা কর্মী ওই চিঠিটি খুলতেই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
  • দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কর্মরত মুসলিম মহিলারা সেনার পোশাকের সঙ্গে হিজাব পরতে পারবেন। সেনা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিলেন। এই ঘটনার নেপথ্যে রয়েছে মেজর ফতেমা আইজ্যাকসের আইনি লড়াই। তিনি আদালতের নির্দেশে ধর্মীয় পোশাক পরায় ছাড় পেয়েছিলেন। এরপর অন্যান্য মুসলিম মহিলাদের জন্যও একই বিধি আনা হল ।
  • বিশ্বে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা ২২ লক্ষ অতিক্রম করে গেল (২২০৪,২২২ জন)। এদিকে ভারতকে টপকে মোট প্রাণহানির সংখ্যায় তৃতীয় স্থানে চলে এল মেক্সিকো। প্রথম দুটি স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
জাতীয়
  • নয়াদিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েল দূতাবাসের ১৫০ মিটারের মধ্যে আইইডি বিস্ফোরণ ঘটল। ঘটনাচক্রে এদিনই ছিল ইজরায়েল–ভারত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৯তম বছর পূর্তি।
  • দিল্লির সীমান্তের সিংঘুতে অবস্থান করছেন কৃষকরা। তাঁদের দাবি, প্রত্যাহার করতে হবে তিন কৃষি আইন। অন্যদিকে কৃষকদের আন্দোলন প্রত্যাহারের দাবিতে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখালেন। দুপক্ষে বিক্ষোভ থামাতে লাঠিও চালাতে হয় পুলিশকে।
বিবিধ
  • সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির হার ১১ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে। সমীক্ষায় এও জানান হয়েছ ২০১৮-১৯ সালে ১৫.৫৯ বছরের মহিলাদের কাজে যোগ দেওয়ার হার ছিল ২৬.৫ এবং পুরুষদের ৮০.৩ শতাংশ । অন্যান্য ক্ষেত্রগুলি সঙ্কুচিত হলেও কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৪ শতাংশ ছিল। ২০২০-২১ সালে বৃদ্ধি ৭.৭ শতাংশ সংকুচিত হতে পারে বলে জানানো হয়েছে। এই অর্থবর্ষে জিডিপি ১৯৪৪ লক্ষ কোটি টাকা হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য পরিষেবায় খরচ জিডিপি–র ১ শথাংশ থেকে বাড়িয়ে ২.৫-৩ শতাংশ করার পরামর্শ দেওয়া হল।
খেলা
  • দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পেল পাকিস্তান। এই টেস্টে অভিষেক হয়েছে নওমাজ আলির। সিন্ধু প্রদেশের এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হল ৩৪ বছর বয়সে। অভিষেক টেস্টে ৭ উইকেট পেলেন নওমাজ। বাঁ হাতি স্পিনার নওমান দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন।
  • আইএসএলে এফসি গোয়া এবং এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ১-১ গোলে ড্র হল।
  • নির্দিষ্ট সূচি মেনেই টোকিওয় অলিম্পিক অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা।
  • সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফির দুই সেমিফাইনালে তামিলনাড়ু রাজস্থানকে এবং বরোদা পাঞ্জাবকে হারিয়ে দিল।

আমাদের টেলিগ্রাম চ্যানেল  ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল