কারেন্ট অ্যাফেয়ার্স ১ ফেব্রুয়ারি ২০২১

schedule
2021-02-03 | 06:18h
update
2021-02-03 | 06:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Business Today

আন্তর্জাতিক
  • সেনা অভ্যুত্থান হল মায়ানমারে। স্টেট কাউন্সিলর আং সাং সুকি এবং রাষ্ট্রপতি উইল মিন্তকে বন্দি করেছে সেনাবাহিনী। অধিকাংশ সরকারি দপ্তর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেনা পরিচালিত মিয়াওয়াদি টিভি জানিয়েছে, এক বছরের মধ্যে দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে সেনাবাহিনী। প্রসঙ্গত, ১৯৬২ সাল থেকে প্রায় অর্ধশতাব্দী সেনার শাসন চলেছে মায়ানমারে। সু কি বন্দি ছিলেন প্রায় দেড় দশক। তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ২০১৫ সালে বিপুল ভোটে জয়ী হয়ে সেখানে সরকার গড়েছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নিগ্রহের অভিযোগের তালিকাটি বেশ দীর্ঘ। এবার সেই তালিকায় উঠল রচেস্টার শহরের নাম। নয় বছরের এক বালিকাকে হাতকড়া পরানো অবস্থায় মুখে পেপার স্প্রে ছড়ানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
জাতীয়
  • সংসদে ২০২১-২২ সালের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রথম কেন্দ্রীয় বাজেট হল পেপারলেস। লাল কাপডে ছাপা অশোকস্তম্ভের প্রতীক চিহ্ন আঁকা একটি ব্যাগ থেকে দেশে তৈরি আইপ্যাড বের করে বাজেট পেশ করলেন তিনি। প্রতিরক্ষা খাতে গতবারের ৪.৭১ লক্ষ কোটি থেকে সামান্য বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে ৪.৭৮ লক্ষ কোটি টাকা। গত বছরের ৯৯,৩১২ কোটি টাকার থেকে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ৬.১৩ শতাংশ কমিয়ে করা হয়েছে ৯৩,২২৪টি টাকা। `মিশন পোষণ ২’ প্রকল্পে পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে পড়ুয়াদের জন্য। প্রিস্কুলে পড়া বাধ্যতামূলক করা হল। ২০২৪ সালের মধ্যে পুরনো জাহাজ ভেঙে নতুন জাহাজ তৈরির ক্ষমতা দ্বিগুণ হচ্ছে ও দেড় লক্ষ চাকরির সুযোগ হবে বলে জানিয়েছেন সীতারামন। মহিলাদের রাতের শিফটে কাজ করাতে হলে তাঁদের যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন তিনি। রেলের পরিকাঠামো বাজেটে ধরা হয়েছে ২,১৫,০৫৮ কোটি টাকা। রেলকে এখন ১ টাকা আয় করতে হলে ৯৬.৯৬ পয়সা ব্যয় করতে হয় যা কমিয়ে ৯৬.১৫ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। দেশে আরও তিনটি পণ্য পরিবাহী করিডর গড়ার প্রস্তাব করেছেন তিনি। দেশের ৪৩৭৮টি পুরসভার ২.৮৬ কোটি ট্যাপ সংযুক্ত বাড়িতে পরিস্রুত পানীয় জল সরবরাহের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পেট্রোল ও ডিজেলে মূল উৎপাদন শুল্ক কমালেও সমপরিমাণ কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস বসানোর প্রস্তাব রাখা হয়েছে। এই সেস বসবে আরও অনেকগুলি ক্ষেত্রে। আয়কর কাঠামো অপরিবর্তিত রেখেছেন সীতারামন, তবে কেবলমাত্র পেনশন যাঁদের আয় এমন ৭৫ বা তার বেশি বছর বয়সীদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না বলা হয়েছে। পিপিপি মডেলে দেশে ৭টি বন্দর গড়ার ঘোষণা করেছেন তিনি। পর্তুগিজ শাসন থেকে মুক্তির ৬০তম বর্ষ উদযাপনের জন্য গোয়াকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে। করোনা ভ্যাকসিন খাতে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ৪১ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার প্রস্তাব রাখলেন তিনি। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণেও জোর দিলেন অর্থমন্ত্রী।
Advertisement

বিবিধ
  • কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশের দিন শেয়ার সূচক সেনসেক্স ২৩১৪.৮৪ অঙ্ক বৃদ্ধি পেল। এর আগে গত ৬ দিনে সেনসেক্স ৩৫০৬ পয়েন্ট হ্রাস পেয়েছিল।
  • মেট্রো রেলের কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া স্তম্ভগুলিতে ভাস্কর্য স্থাপন করেছিলেন শিল্পী রূপচাঁদ কুণ্ডু। করোনা পরিস্থিতির কথাই ভাষা পেয়েছে এই স্থাপত্যে। নিউটাউনের মঙ্গলদীপ মোড়ে সেই `২০ পিলার’ প্রকল্পের উদ্বোধন হল।
খেলা
  • লা লিগায় অ্যাটলেটিক বিলবাওকে ২-১ গোলে পরাস্ত করল বার্সেলোনা। ফ্রি কিক থেকে গোল করলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে এটি তাঁর ৬৫০তম গোল। আর সরাসরি ফ্রি-কিকে ৪৯তম।
  • আর্জেন্টিনা সফরের শেষ ম্যাচে ভারতীয় মহিলা হকি দল ১-১ গোলে ড্র করল।
  • আইএসএলে জামশেদপুর এফসি ১-০ গোলে পরাস্ত করল ওড়িশা এফসিকে।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2024 - 09:23:40
Privacy-Data & cookie usage: