কারেন্ট অ্যাফেয়ার্স ১১ এপ্রিল ২০২৪

212
0
Current Affairs 11th April

আন্তর্জাতিক
  • দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে পর্যদুস্থ হল ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। ৩০০ আসনের সংসদে তারা মাত্র ১০৮টি আসনে জয়লাভ করেছে। তাদের জোটসঙ্গী দলগুলি পেয়েছে সাকুল্যে বারোটি আসন। এর পরই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন হন দুক সু। মূলত দেশের রাষ্ট্রপতি ইয়ুন সুক ইওলের বিরুদ্ধেই দুর্নীতিসহ একগুচ্ছ অভিযোগে মুখ থুবড়ে পড়ল কনজারভেটিভ পার্টি। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৭৫টি আসন। যার ফলে সংসদে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো।
  • ব্রিটেনের রাজা হওয়ার পর তৃতীয় চার্লসের ছবি ঠাঁই পেল ব্রিটেনের নতুন নোটে। আপাতত ২০ ও ৫০ পাউন্ডের দুটি নোট বাজারে এলো যেখানে রয়েছে চার্লসের ছবি। যদিও ৭৫ বছর বয়সি চার্লস ক্যান্সার আক্রান্ত হয়ে আপাতত গৃহবন্দী রয়েছেন। এদিন ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেলি বাকিংহাম প্যালেসে গিয়ে চার্লসের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন নোটগুলি তুলে দেন।
জাতীয়
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় ভারতের জাতীয় কংগ্রেসের ৭৫১.৯০ কোটি টাকা সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিল কংগ্রেস, কিন্তু দুপক্ষের বক্তব্য শোনার পর ই ডি -এর নেওয়া সেই সিদ্ধান্ত বৈধ বলে জানালো দেশের বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের বিশেষ আদালত পি এম এল এ।
  • নিজের ধর্ম পরিবর্তনের স্বাধীনতা সকলের আছে কিন্তু তা হওয়া দরকার বৈধভাবে, প্রকাশ্যে এবং সমাজের আপত্তি ছাড়াই। একটি মামলার সূত্রে এই মন্তব্য করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার। তিনি বলেছেন, ধর্ম পরিবর্তন-এর আগে হলফনামা দাখিল করা এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানোর পর বিষয়টি চূড়ান্ত করা যেতে পারে।
  • হরিয়ানার মহেন্দ্রনগরে একটি স্কুলবাস উল্টে ৬ খুদে পড়ুয়ার মৃত্যু হল। ঈদের দিন জাতীয় ছুটি থাকা সত্ত্বেও স্কুলটি কেন খোলা ছিল সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার।
 খেলা
  • বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি কে ৪-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। এর ফলে আই এস এল প্রতিযোগিতার শেষ চারে পৌঁছনোর সম্ভাবনা উজ্জ্বল হল মোহনবাগানের। প্রসঙ্গত, বেঙ্গালুরু আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এদিন প্রতিযোগিতা শুরুর আগে গৃহপালিত পোষ্য জীবদের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি বার্তা দেওয়া হয়। সেজন্য খেলোয়াড়রা সারমেয় সঙ্গে নিয়ে মাঠে নামেন।
  • ৭৬ বছর বয়সে প্রয়াত হলেন ও জে সিম্পসন। মার্কিন ন্যাশনাল ফুটবল লিগের কিংবদন্তি তারকা ছিলেন তিনি। তবে ১৯৯৪ সালে প্রাক্তন স্ত্রী ও বন্ধুকে খুনের মামলায় অভিযুক্ত হন তিনি। এই মামলা ‘ট্রায়াল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত।
বিবিধ
  • ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে পাম দ বিভাগে মনোনয়ন পেল একটি ভারতীয় ছবি। পায়েল কাপাডিয়া পরিচালিত কাহিনী চিত্র ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিটি এই মনোনয়ন পেয়েছে। দীর্ঘদিন পর কান চলচ্চিত্র উৎসবের মূলধারায় কোন ভারতীয় ছবি মনোনয়ন পেল। শেষবার ১৯৯৪ সালে সাজি এন করুন পরিচালিত ‘স্বয়ম’ ছবিটি এই বিভাগে মনোনয়ন পেয়েছিল। এই বিভাগেই একসময় মনোনয়ন পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘পরশপাথর’, মৃণাল সেনের ‘খারিজ’ । এই বিভাগেই পুরস্কার পেয়েছিল চেতন আনন্দের ‘নিচানগর’ ছবিটি। গত বছর পায়েল কাপাডিয়ার পরিচালনায় একটি তথ্যচিত্র ‘আ নাইট অব নোয়িং নাথিং’ কান চলচ্চিত্র প্রতিযোগিতায় গোল্ডেন আই পুরস্কার জিতেছিল। সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ ছবিটি অন্য একটি বিভাগে মনোনয়ন পেয়েছে।