কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর ২০২৪

68
0
Current Affairs 11th December

আন্তর্জাতিক
  • মিয়ানমারে জুন্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইন অঞ্চলে আক্রমণ চালায় আরাকান আর্মির সশস্ত্র বাহিনি। তারা দখল নেওয়ার দাবি করেছে। জুন্টা সরকারের সেনারা কোথাও কে্াথাও আত্মসমপর্ণ করছেন।
  •  সিরিয়া দখলের পথে সশস্ত্র জঙ্গি বাহিনি। গোটা পিশ্চম এশিয়া জুড়েই চলছে এক ধরনের বিশৃঙ্খলা।
দেশ
  • পশ্চিমবঙ্গের অনুকরণে দিল্লির বর্তমান আপ সরকারও ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিললাকে মাসে এক হাজার টাকা করে অনুদান বা লক্ষ্ণী ভাণ্ডার এর আদলে টাকা দেওয়ার কথা ঘোষণা করল। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেইআপ সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। উল্লেখ্য, দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বকলমে সরকারের প্রধান কেজরিওয়াল আরও ঘোষণা করেছেন, ভোটে জিতলে এক হাজার টাকা থেকে বাড়িয়ে তা ২১০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা।‘ কর্নাটক, তেলেঙ্গনা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেও প্রকল্প রয়েছে।
  • এক দেশ এক ভোট এই নীতি কার্যকর করার দিকে এগোল কেন্দ্র। মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে। ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে—এই ভাবনা থেকেই বর্তমান কেন্দ্রীয় সরকার এই নীতি প্রণয়নের দিকে এগোচ্ছে। বিশাল অঙ্কের খরচ বাঁচানো যাবে। এতে অব্শ্য প্রবল আপত্তি বিরোধী দলগুলির।
  • অনিবার্য কারণ দেখিয়ে আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী বৃন্দা গ্রোভার।
  • গত পাঁচ বছরে ৯১১টি আর্থিক নয়ছয়ের মামলার মধ্যে ২৫৭টি মামলা বিচার প্রক্রিয়ার ধাপে গিয়েছে। বিশেষজ্ঞদের হিসাব ইডির সাফল্য ৫ শতাংশ।
খেলা
  •  বিশ্ব দাবার ম্যাচ চূড়ান্ত পর্যায়ে। ১৩ নম্বর গেমও ড্র হয়েছে। ১৪ নম্বর চূড়ান্ত ম্যাচের দিকে তাকিয়ে দাবার অনুরাগী বিশ্ব।দেখার কে জেতে ডিং লরেন না গুকেশ।
বিবিধ
  • সাইবারপ্রতারণার ঘটনা বহু বেড়ে গিয়েছে। বিভিন্ন ভাবে সাইবার প্রতারণার হাত থেকে প্রবীণদের জনচেতনা ও সজাগ করতে বা সুরক্ষা দিতে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করবে কলকাতা পুলিশের বিশেষ সংগঠন ‘প্রণাম’। এ ব্যাপারে উদ্যোগী হয়েছে লালবাজার। খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল। জানানো হয়েছে প্রণাম এর সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার কাজ করবেন।
  • সোনারপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিভার ডিজিজ অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস গবেষণা কেন্দ্রের উদ্বোধন হল দেশ বিদেশের বহু বিশিষ্ট চিকিৎসক সহ অনেকেরই উপিস্থিতিতে উদ্বোধন হল এই গবেষণা চিকিৎসাকেন্দ্রের। এই কেন্দ্রে যকৃত চিকিৎসার পাশাপাশি প্রাথমিক স্তরে গলব্লাডার ক্যান্সার চিহ্নি করা এবং যকৃতের বিরল অসুখের নিরাময়ের পথ খোঁজার কাজ করবে।
  • সাঁতরাগাছির ঝিল ক্রমশই শীতকালীন পাখির আগমন কমছে, দূষণের কারণে। ২০ বছর আগে ৫৩ বিঘার ঝিলে ১৫ থেকে ২০ হাজার প্রজাতির পাখি আসত। এ বছর এখনও ঝিল প্রায় ফাঁকাই।