কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর ২০২৩

schedule
2023-12-15 | 08:03h
update
2023-12-15 | 08:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইজরায়েল যদি তাদের কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের মুক্ত না করে তাহলে ইজরায়েলের একজন পণবন্দিকেও ছাড়া হবে না বলে হুমকি দিল হামাস। ইজরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি প্যালেস্টাইনিদের সংখ্যা প্রায় ৭ হাজার। অন্যদিকে এখনো হামাসের হাতে পণবন্দি রয়েছেন ১৩৭ জন ইজরায়েলের নাগরিক। বর্তমানে সংঘর্ষ বিরতির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিনও সমানে হামলা চালিয়েছে ইজরায়েল। বর্তমানে গাজা ভূখণ্ডের ২৪ লক্ষ বাসিন্দার মধ্যে ১৯ লক্ষ বাসিন্দাই ঘরছাড়া।
জাতীয়
  • ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরকে আলাদা রাজ্য হিসেবে গড়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিল যে, এই সিদ্ধান্ত ছিল বৈধ। সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সঞ্জয় কিষেন কাউল, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সূর্য কান্ত। সেখানে বলা হয়েছে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ ছিল অস্থায়ী অনুচ্ছেদ এবং তার রদ করার সংস্থানও ছিল। যেহেতু সেখানে রাষ্ট্রপতি শাসন চলছিল তাই রাষ্ট্রপতি একতরফাভাবেই এই অনুচ্ছেদ রদের বিজ্ঞপ্তি জারি করতে পারেন। সেখানে রাজ্যের সম্মতির প্রয়োজন নেই। এই বেঞ্চ আরও রায় দিয়েছে যে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই জম্মু-কাশ্মীরে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং দ্রুত ফিরিয়ে দিতে হবে রাজ্যের মর্যাদা। বিচারপতি সঞ্জয় কিষেন কাউল আলাদা রায়ে জানিয়েছেন যে, জম্মু-কাশ্মীরবাসী কয়েক প্রজন্ম ধরে যন্ত্রণা বহন করে চলেছেন। সেখানে ১৯৮০ সালের পর থেকে রাষ্ট্র এবং রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত করতে সত্যানুসন্ধানী কমিশন গড়তে হবে।
  • ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকায় একটি মদ প্রস্তুতকারক সংস্থার বিভিন্ন দপ্তরে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া টাকার গণনা এখনো চলছে। আয়কর দপ্তরের একটিমাত্র অভিযানে এত বেশি টাকা উদ্ধারের নজির আর নেই। এখনো পর্যন্ত ৩৫৩ কোটি টাকার গণনা শেষ হয়েছে। ঝাড়খন্ড থেকে কংগ্রেসের রাজ্যসভার সংসদ তথা ওই মদ সংস্থার মালিক ধীরজ প্রসাদ সাহু এবং তাঁর পরিবারের মালিকানাধীন সংস্থাগুলির একাধিক অফিস ও বাড়িতে এই অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর।
  • মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। অনগ্রসর শ্রেণীর প্রতিনিধি এই নেতা ২০১৩ সালে প্রথম বার বিধায়ক হয়েছিলেন।
Advertisement

খেলা
  • প্রথমবার এএফসি কাপের আন্ত আঞ্চলিক সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লো ওড়িশা এফসি। এদিন ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশের বসুন্ধরা কিংসকে। একমাত্র গোলটি করলেন মোরতাদা ফল। অন্যদিকে এএফসি কাপে নিয়ম রক্ষার ম্যাচে মলদ্বীপে মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে হেরে গেল মোহনবাগান। এই নিয়ে এফসি কাপে পরপর তিন ম্যাচেই হার মানল সবুজ মেরুন বাহিনী।
  • বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার কাছে চার উইকেটে পরাস্ত হলো বাংলা।
বিবিধ
  • বিহারের বাঁকা জেলার ভাগারিয়া গ্রামে চন্দন নদীর ধারে একটি স্থানে প্রত্নতাত্ত্বিক খনন চালানোর সিদ্ধান্ত নিল বিহার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি। সেখানে ২৬০০ বছরের প্রাচীন পুরাতত্ত্বিক সামগ্রীর খোঁজ মেলার আশা করা হচ্ছে। আই আই টি কানপুরের গবেষকদের সমীক্ষাতেও ধরা পড়েছে যে সেখানে মাটির নিচে ইটের কাঠামো প্রাচীন কাঠামো রয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বক্ষণ এই খননে অনুমোদন দিয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 06:35:29
Privacy-Data & cookie usage: