কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জানুয়ারি ২০২৪

254
0
Current Affairs 11th January

আন্তর্জাতিক
  • ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। এই নিয়ে তিনি পঞ্চম বার প্রধানমন্ত্রীর আসনে বসলেন। তাঁর সঙ্গে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। নতুন মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী হলেন হাছান মাহমুদ, নতুন অর্থমন্ত্রী হলেন এ এইচ মাহমুদ আলি, সমাজকল্যাণ মন্ত্রী হলেন দিপু মণি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন বিশিষ্ট চিকিৎসক সমন্তলাল সেন, শিক্ষা মন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকলেন আসাদুজ্জামান খান কামাল। এদিকে ১৬৫ দিন হাসপাতালে ভর্তি থাকার পর এদিনই বাড়িতে ফিরেছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিন বিএনপির নেতা মঈন আলি খান দাবি করেছেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচনই হয়নি, ভোটের ফল প্রকাশিত হয়েছে ঢাকায় সরকারি আধিকারিকদের টেবিল থেকে।
  • লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা তথা মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী সন্ত্রাসবাদি হাফেজ আব্দুল সালাম ভুট্টাভি ২০২৩ সালের ২৯ মে পাকিস্তানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলে এদিন জানালো রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
  • চীন সফরে গিয়ে অভূতপূর্ব অভ্যর্থনা পেলেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু। এই প্রথমবার তিনি বেজিং সফরে গেলেন। সেখানে রেড কার্পেট পেতে, গান স্যালুট-এর মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে তিনি ভারতকে ‘মলদ্বীপের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক’ বলে চিহ্নিত করেছেন।
জাতীয়
  • ২০২৩ সালের ‘স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার’ তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরিচ্ছন্নতা সংক্রান্ত বার্ষিক সমীক্ষায় দেশের বিভিন্ন শহরগুলিকে এইভাবে পুরস্কৃত করা হয়।  এই তালিকায় সবার প্রথমে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের নাম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সুরাট এবং নবি মুম্বাই।  দেশের বিভিন্ন শহর গুলিকে ৪৬ টি মাপকাঠি অনুযায়ী বিচার করে এই তালিকা তৈরি করেছে এই তালিকা তৈরি করে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। এদিকে, এদিনই প্রকাশিত হলো দূষণের নিরিখে দেশের বিভিন্ন শহরগুলির ক্রমতালিকা। দেশজুড়ে সমীক্ষা চালিয়ে এই তালিকা তৈরি করে ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’। তাদের সমীক্ষা অনুযায়ী দেশের সবথেকে দূষিত শহর হল মেঘালয়ের বীরনিহাট দ্বিতীয় স্থানে রয়েছে বিহারের বেগুসারাই তৃতীয় স্থান পেয়েছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা দিল্লি রয়েছে অষ্টম স্থানে দেশের মোট ৫০ টি দূষিত শহরের মধ্যে বিহারে রয়েছে ১৮টি হরিয়ানা এবং রাজস্থানে রয়েছে আটটি করে শহর।
  • ৬৭৩৪টি নতুন পদে নিয়োগের ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৫৫৯০ টি, পঞ্চায়েত সমিতিতে ৫৪৬ টি এবং জেলা পরিষদ স্তরে ৩০ টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে সচিব, ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ সহকারী ইঞ্জিনিয়ার প্রভৃতি পদ।
  • উদ্বাস্তু কলোনির বদলে এই সমস্ত জায়গা কে ডাকা হবে ‘স্থায়ী ঠিকানা’ নামে। এই সিদ্ধান্ত জানালো পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা।
খেলা
  • মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৬ উইকেটে জিতে নিল ভারত। এই সিরিজে মূলত নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। ৪০ বলে ৬০ রান করে এবং একটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন শিবম দুবে।
  • সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। এদিন তারা সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিল ৫-৩ গোলে।
বিবিধ
  • প্রয়াত হলেন কবি দেবারতি মিত্র। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর  লেখা বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অন্ধ স্কুলে ঘণ্টা বাজে’, ‘যুবকের স্নান’ প্রভৃতি।  তিনি ‘জীবনের কবিতা’ এবং ‘ভ্রমরাধিক  ভ্রমর’ নামে দুটি প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন। তাঁর সর্বশেষ প্রকাশিত বইয়ের নাম ‘ফুল পুতুল আর আগুন’।  তিনি কৃত্তিবাস পুরস্কার, আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তাঁর স্বামী মনীন্দ্র গুপ্ত ছয় বছর আগেই প্রয়াত হয়েছেন।