কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুলাই ২০২৪

136
0
Current Affairs 11th July

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হল ন্যাটোর শীর্ষ বৈঠক। ইউক্রেনকে আগামী দিনে ন্যাটোর সদস্যভুক্ত দেশ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকে দাবি করেছে। তাছাড়া অনতিবিলম্বে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এফ ১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণাও করেছে তারা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর সদস্য ভুক্ত দেশ গুলি সম্মিলিতভাবে এবং এককভাবে ইউক্রেনকে সাহায্য করবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে চিন সহযোগিতা করছে, এই মর্মেও নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করেছে ন্যাটো।
  • মিশরের রাজধানী কায়রোয় শুরু হল গাজা ভূখণ্ডে শান্তি ফেরানো নিয়ে আলোচনা। এই আলোচনায় ইজরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাক্তন প্রধান এরান এটজিয়ন এবং হামাস নেতারা যোগ দিয়েছেন। এদিকে শান্তি আলোচনা চললেও গাজা ভূখণ্ডে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইজরায়েল।
  • ইরাকে মৃত্যুদন্ডে দণ্ডিত করা হল ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা প্রয়াত আবু বকর আল বাগদাদির অন্যতম স্ত্রী আসমা মোহাম্মদকে। প্রলোভন দেখিয়ে বিভিন্ন মহিলাদের জঙ্গি সংগঠনে নিয়ে আসার অভিযোগ প্রমাণিত হয়েছে এই মহিলার বিরুদ্ধে।
জাতীয়
  • ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিং বললেন, রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় যুবকদের ডাকা হয়নি। আর্থিক কারণেই ভারতীয় যুবকরা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এই যুবকেরা পর্যটক ভিসা নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন এবং সহযোগী কর্মী হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি জানিয়েছেন।
  • অগ্নিবীর সেনাদের জন্য সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ বাহিনীর ১০% পদ সংরক্ষিত থাকবে বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অগ্নিবির সেনারা বয়সের ঊর্ধ্বসীমা এবং শারীরিক সক্ষমতার নির্ধারিত সীমাতেও ছাড় পাবেন।
  • চিকিৎসা বিদ্যার স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁসের তদন্তে সিবিআই বিহার থেকে রাকেশ রঞ্জন ওরফে রকি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করলো, সিবিআই এর দাবি প্রশ্ন ফাঁস চক্রের মূল মাথা সে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য জানিয়ে বলেছে, বিহারে ১৭ জন এবং গুজরাটের ৩০ জন পরীক্ষার্থী প্রশ্ন ফাঁস এবং ওএমআর কেলেঙ্কারিতে জড়িত।
খেলা
  • উইম্বলডনে সেমিফাইনাল প্রতিযোগিতায় দীর্ঘতম ম্যাচ খেলে জিতলেন জাসমিন পাওলিনি। মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে তিনি দু’ঘণ্টা একান্ন মিনিট লড়াই করে পরাস্ত করলেন ক্রোয়েশিয়ার ডোনা ভেচিককে। এতদিন উইম্বলডন সিঙ্গলস সেমিফাইনালে সবথেকে বেশি সময়ের ম্যাচের রেকর্ড ছিল ২০০৯ সালে। সেবার সেরিনা উইলিয়ামস এবং এলেনা দিমেনতিয়েভার ম্যাচ চলেছিল দু’ঘণ্টা ৪৯ মিনিট।
বিবিধ
  • দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের জন্য ব্রেইল সংবিধানের উদ্বোধন হল এ বিষয়ে গোটা দেশকে দিশা দেখাল কলকাতা। ব্রাজিলে লেখা এই সংবিধান নির্মাণ করেছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লুবিএনইউজেএস)। প্রসঙ্গত দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালে তৈরি হয়েছিল অ্যাকসেসিবিলিটি ল্যাব। সেই ল্যাব, বিশ্ববিদ্যালয়েরই একটি সংস্থা ‘আইডিআইএ’ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির যৌথ প্রচেষ্টায় ব্রেইল সংবিধান তৈরি হল।
  • হাসলে মন ভালো থাকে তাই হাসি বাধ্যতামূলক করা হল জাপানের ইয়ামাগাতায়। মাসের অষ্টম দিনটিকে হাসির দিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এই শহরে।