কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুলাই ২০২৩

schedule
2023-07-12 | 08:25h
update
2023-07-13 | 14:28h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: CNN

আন্তর্জাতিক
  • ন্যাটোয় অন্তর্ভুক্ত হলো সুইডেন। ৩২ তম সদস্য দেশ হিসেবে তারা অন্তর্ভুক্ত হলো ন্যাটোয়। এরপরে ইউক্রেন ন্যাটোয় অন্তর্ভুক্ত হবে কিনা সেটাই এখন প্রশ্ন। প্রসঙ্গত, ইউক্রেন ন্যাটোয় যুক্ত হওয়ার আবেদন জানানোর পরেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সেই হামলার ৫০০ দিন অতিক্রান্ত হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।
  • বিচার ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিন ইজরায়েলের আইনসভায় এই মর্মে একটি বিল পেশ হয়েছে। এই বিলে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাবে প্রশাসনের কাছে। এর প্রতিবাদে গোটা ইজরায়েলের প্রবল বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে।
Advertisement

জাতীয়
  • উত্তর ভারতে বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক। দিল্লিতে যমুনা নদীর জল বিপদসীমা পেরিয়ে গেছে, জল সীমা বেড়ে হয়েছে ২০৬.৩২ মিটার। শুধু হিমাচল প্রদেশেই বন্যায় 40 জনের প্রাণহানি হয়েছে, ক্ষতি হয়েছে অন্তত তিন হাজার কোটি টাকার।
  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ই ডি ) ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রের কাজের মেয়াদ তিনবার বাড়ানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে বেআইনি বলল সুপ্রিম কোর্ট। ৩১ জুলাই-এর মধ্যে নতুন কোন ব্যাক্তিকে ওই পদে নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।২০১৮ সালে মিশ্রকে প্রথমবার ই ডি ডিরেক্টর করা হয়।
  • মধ্যপ্রদেশের কুনোয় ফের একটি চিতার মৃত্যু হল। গত চার মাসে সাতটি চিতার মৃত্যু হয়েছে কুনোয়।
খেলা
  • জুন মাসে আইসিসির শ্রেষ্ঠ ক্রিকেটারের সম্মান পেলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। শ্রীলংকার এই লেগ স্পিনার বিশ্বকাপের বাছাই পর্বে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। মেয়েদের মধ্যে জুন মাসের শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।
  • উইম্বলডনে অঘটন ঘটালেন এলিনা সোয়াইতলিনা। তিনি বিশ্ব টেনিস ক্রমতালিকায় ৭৬ নম্বরে রয়েছেন। এদিন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দিলেন বিশ্ব টেনিস ক্রমতালিকার এক নম্বরে থাকা ইগা সিয়ানটেককে। আঠাশ বছরের এলিনা যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দা।
বিবিধ
  • ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যে নতুন যুগের সূচনা হলো। এতদিন দু’দেশের মধ্যে বাণিজ্য হত ডলারের বিনিময়ে। এদিন থেকে তা হবে ভারতীয় মুদ্রায়। মঙ্গলবার ঢাকায় আনুষ্ঠানিক ভাবে রূপির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের সূচনা করলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা।
  • বিশ্ব যেভাবে চলছে তাতে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য ক্রমবর্ধমান। এভাবে চললে এই বৈষম্য দূর হতে সময় লাগবে ২৮৬ বছর। ২০৩০ সালের মধ্যে বিশ্বে দারিদ্র আরও বৃদ্ধি পাবে। চূড়ান্ত দারিদ্র্যের কবলে পড়বেন ৫৭.৫ কোটি মানুষ। স্কুল যাওয়ার সুযোগ পাবে না ৮.৪ কোটি শিশু। রাষ্ট্রসঙ্ঘের একটি সম্প্রতিক রিপোর্টে এমনই আশংকার কথা প্রকাশ পেয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.05.2024 - 21:31:26
Privacy-Data & cookie usage: