মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ করলেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে মামলা চলছে মায়ামির ফেডেরাল কোর্টে। সেখানে তাঁর বিরুদ্ধে ৩৭ টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ নথি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ। অপরাধ প্রমাণিত হলে তাঁর ২০ বছর কারাদণ্ড হতে পারে।
বিচারের নামে প্রহসনের অভিযোগ তুললেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড এর সময় যখন বরিস প্রধানমন্ত্রী ছিলেন তখন কোভিড নীতি ভেঙ্গে সহকর্মীদের নিয়ে পার্টি করার ঘটনায় তিনি অভিযুক্ত হন। এই বিষয়টি তদন্ত করে ব্রিটিশ পার্লামেন্টের প্রিভিলেজেস কমিটি। তাদের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ করলেন বরিস।
জাতীয়
মহিলাদের ক্ষমতায়নে একটি দৃষ্টান্ত স্থাপন করল বিহার। সেখানকার পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে মেয়র, ডেপুটি মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৪৫৮ জন মহিলা জয়ী হয়েছেন। সেখানে এইসব পদে মোট জয়ী পুরুষ প্রার্থীর সংখ্যা ৩৪৭।
একই দিনে গণবিবাহ সম্পন্ন করায় নতুন রেকর্ড স্থাপন করল রাজস্থান। গত ২৬ মে তারিখে রাজস্থানের বারানে ২০০০ এর বেশি পাত্র-পাত্রী গণবিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজস্থান ভেঙে দিল ইয়েমেনের রেকর্ড। ২০১৩ সালে ইয়েমেনে একদিনে ৯৬৩ দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
খেলা
ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এদিন ফাইনালে তিনি ৭-৬ (৭-১),৬-৩,৭-৫ ব্যবধানে হারিয়ে দিলেন ক্যাসপার রুডকে। এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন রেকর্ড স্থাপন করলেন নোভাক। তিনি টপকে গেলেন রাফায়েল নাদালের বাইশটি গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির। রজার ফেডেরার কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। ওভালে ফাইনাল ম্যাচে তারা ২০৯ রানে হারিয়ে দিল ভারতকে। অস্ট্রেলিয়াই হল প্রথম দেশ যারা একদিনের বিশ্বকাপ ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট, চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল। অন্যদিকে ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারার পর এবারও অস্ট্রেলিয়ার কাছে হার মানল ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলংকার কাছে, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হার মেনেছিল ভারত। আইসিসি জানিয়েছে, দু’বছর পর পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর ফাইনাল হবে লর্ডসে। এদিন ভারতের দ্বিতীয় ইনিংস সমাপ্ত হল ২৩৪ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ হলেন অস্ট্রেলিয়ার বেটার ট্রাভিস হেড।
জাপানে আয়োজিত জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারতের মহিলা দল। এদিন ফাইনালে ভারত ২১ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। এই প্রথমবার ভারত এই ট্রফি জিতল।
বিবিধ
দেশে দৈনিক বিদ্যুৎ চাহিদার নতুন রেকর্ড তৈরি হয়েছে গত ৯ জুন তারিখে। ওইদিন গোটা দেশে বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ২২৩.২৩ গিগাওয়াটে।
মাত্র চোদ্দ বছর বয়সে স্পেস এক্স সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কাজে যোগ দেবেন কাইরান কাজী। এটি একটি রেকর্ড। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন কাজী। ২০২৩ সালে গ্রাজুয়েট হয়ে তিনি যখন চাকরিতে ঢুকবেন তখন তাঁর বয়স হবে ১৪ বছর।