রাষ্ট্রসঙ্ঘের প্যালেস্টাইনের স্বীকৃতি ও পূর্ণ সদস্য পদের পক্ষে ভোটাভুটিতে সায় দিয়েছে ১৯৩টির মধ্যে ১৪৩ টি দেশ। এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের সনদ-এর প্রতিলিপি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাট এডরান। প্রসঙ্গত, গত পাঁচ মাসে গাজা ভূখণ্ডে ইজরাইলের হামলায় ৩৪ হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
প্রবল ঝড় বৃষ্টিতে দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে দু সুলে এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখনো পর্যন্ত মৃত পাওয়া গেছে ১৩৬ জনকে। সাতশোর বেশি মানুষ আহত এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন ।
পাক অধিকৃত কাশ্মীরে জনতার রোষ আছড়ে পড়ল। জনতার মিছিলে পুলিশের গুলি চালানোয় অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই এলাকা থেকে উৎপন্ন বিদ্যুৎ গোটা পাকিস্তানের ছড়িয়ে গেলেও এলাকাবাসী বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগ থেকেই আন্দোলন শুরু হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে।
জাতীয়
মনিপুরের পূর্ব ডিম ফলে ওই রেন গেই এলাকায় দু নম্বর জাতীয় সড়ক থেকে চারজন পুলিশ কর্মীকে অপহরণ করল জঙ্গিরা। এর আগে আরো একজন সিআরপি জওয়ানকে অপহরণ করা হয়েছে। চোখ বেঁধে তাদের নিয়ে যাওয়া হয় এবং তীব্র শারীরিক অত্যাচার চালানোর পর এক জায়গায় ফেলে রেখে চলে যায় জঙ্গিরা।
৫০০ বছরের পুরনো একটি হিন্দু মন্দিরের জন্য জমি দান করল এক মুসলিম পরিবার। এই ঘটনা ঘটেছে জন্ম ও কাশ্মীরের রেয়াচি জেলার কাশি পাট্টা গ্রামে। সেখানকার গুপ্ত কাশি- গৌরীশঙ্কর মন্দিরের জন্য রাস্তা বানাতে জমি দিলেন গোলাম রসুল ও গোলাম মোহাম্মদ।
খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তিনি সামনের জুলাই মাসে লর্ডসে টেস্ট খেলার পর আর খেলবেন না বলে জানিয়েছেন। প্রসঙ্গত গত কুড়ি বছর ধরে ইংল্যান্ড দলে খেলছেন জেমস। ২০০৩ সালে এই লর্ডেই অভিষেক হয়েছিল জেমসের। ইতিমধ্যে ১২৭ টেস্টে ৭০০ উইকেট শিকার করেছেন তিনি।
বিবিধ
পিএস৪ রকেটের তরল জ্বালানির ইঞ্জিন পরীক্ষামূলকভাবে থ্রিডি প্রিন্ট ব্যবস্থায় তৈরি করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এর ফলে এই ইঞ্জিন নির্মাণের সময় বাঁচবে ৬০ শতাংশ এবং কাঁচামাল বাঁচবে ৯৭ শতাংশ। এই ইঞ্জিন তৈরির পর তা ব্যবহারের প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মন্ডলের সদস্য হায়দার আকবর খান রনো প্রয়াত হলেন।