অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে আইসল্যান্ডের রেকেনেস উপদ্বীপে। আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই দ্বীপে গত ১৪ ঘণ্টায় ৮০০ বার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ কম্পনটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.২। অক্টোবর মাসের শেষ থেকে এই পর্যন্ত ২৪০০০ বার কেঁপে উঠেছে এই উপদ্বীপ। এমনিতেই আইসল্যান্ডে ইউরোপের মধ্যে সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে। অন্তত ৩২টি আগ্নেয়গিরি রয়েছে ছোট্ট এই দেশটিতে। আশঙ্কা করা হচ্ছে রেকেনেস উপদ্বীপের এই কম্পনও অগ্ন্যুৎপাতের পূর্বাভাস।
উত্তর গাজায় বিদ্যুৎ, ওষুধের অভাবে ৩২টি হাসপাতালের মধ্যে কুড়িটি বন্ধ করে দিতে হয়েছে। এর মধ্যে গাজার সবথেকে বড় হাসপাতাল আল শিফা মেডিকেল কলেজে বিদ্যুতের অভাবে ইনকিউবেটরে থাকা একটি শিশুর মৃত্যু হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ইজরায়েলের সেনাবাহিনী গাজার হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এমনকি অ্যাম্বুলেন্স গুলিতেও আড়াইশো বারের বেশি হামলা চালিয়েছে। ইতিমধ্যে যুদ্ধের ৩৬ দিন কেটে গেছে মৃত্যু হয়েছে ১১ ০০০ প্যালেস স্থানীয় নাগরিকের প্যালেস্টাইনের ১১ হাজার নাগরিকের।
জাতীয়
ভারতীয় বংশোদ্ভূত শিখ হরপ্রীত সিং উপল ও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কানাডার এডমনটন শহরে। জানা গেছে হরপ্রীত সিং ছিলেন একজন কুখ্যাত গ্যাংস্টার। প্রতিদ্বন্দ্বী ও অপরাধী সিন্ডিকেটের মধ্যে লড়াইয়ে জেরেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।
বিস্মত পান করে ১৯ জনের মৃত্যু হল হরিয়ানায়। হরিয়ানার যমুনানগর ও অম্বালা জেলায় এই ঘটনা ঘটেছে।
কাশ্মীরে শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের হাউজবোটে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হল। সফিনা নামের ওই হাউসবোটে ছিলেন বাংলাদেশের তিনজন নাগরিক। সফিনা, সাবরিনা, ইয়ং গুলশান, লালা রূখ এবং খার প্যালেস, এই পাঁচটি হাউজবোর্ড পুড়ে ছাই হয়েছে অগ্নিকাণ্ডে।
দেশে মোট প্যান কার্ডের সংখ্যা ৭০ কোটি ২৪ লক্ষ। এর মধ্যে আধারের সঙ্গে সংযোগ না করায় প্রায় ১২ কোটি প্যান কার্ড বাতিল করা হয়েছে। বর্তমানে কার্যকর প্যান কার্ডের সংখ্যা ৫৭ কোটি ২৫ লক্ষ। কেন্দ্রীয় আয়কর দপ্তর এই তথ্য জানিয়েছে।
খেলা
বিশ্বকাপ ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে ইংল্যান্ড ৯৩ রানে হারিয়ে দিল পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলেছিল। যদি পাকিস্তান ৬.৪ ওভারে এই রান তুলে জয়লাভ করতো তাহলে তারা সেমিফাইনালে পৌঁছতে পারতো। অন্যদিকে এই ম্যাচ জিতে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাকা করতে পারলো ইংল্যান্ড। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া 8 উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। এই ম্যাচে মিচেল মার্চ ১৩২ বলে ১৭৭ রান করলেন।
বিবিধ
শেষ হলো ২০৭৯ সম্বত বর্ষ। সূচনা হল ২০৮০ নতুন সম্বত বর্ষের। বিগত ২০৭৯ সম্বতে মুম্বইয়ের শেয়ার বাজারে সেন্সেক্স বেড়েছে ৫০৭৩.০২ অঙ্ক ।আর সেখানে নথিভুক্ত সব শেয়ারের মূল্য বেড়েছে ৪৩.৮১ লক্ষ কোটি টাকা। অন্যদিকে মুম্বাই শেয়ার বাজার বিএসই ( বোম্বে স্টক এক্সচেঞ্জের) আয় ও ৫৩ শতাংশ বা ৩৬৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।