কারেন্ট অ্যাফেয়ার্স ১১ অক্টোবর ২০২৩

277
0
SSC CHSL Exam Date

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের হেরাট অঞ্চলে পুনরায় প্রবল ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। এই কম্পনে কয়েকটি গ্রাম একেবারে ধুলোয় মিশে গিয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত ৬ অক্টোবর এই হেরাট পার্বত্য অঞ্চলেই প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছিল। তাতে প্রাণহানির সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গিয়েছে।
  • বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, খাদ্যের অভাব আর তার পাশাপাশি ওষুধের জন্য হাহাকার। প্রাণহানির সংখ্যা চার হাজার অতিক্রম করেছে। সবমিলিয়ে যুদ্ধের পঞ্চম দিনে এটাই হলো গাজা ভূখণ্ডের পরিস্থিতি। এরই মধ্যে ইজরাইলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস। অন্যদিকে গাজায় বিমান হানা চালিয়ে গিয়েছে ইজরায়েলের বিমান বাহিনী। পূর্ব ঘোষণা মতো এদিনই বিপুল পরিমাণ অস্ত্র ইজরায়েলে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • পাকিস্তানের শিয়ালকোট জেলার একটি মসজিদে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন শাহিদ লতিফ। শাহিদ লতিফ জয়েস ই মহম্মদের একজন ঘোষিত জঙ্গি এবং ২০১৬ সালের ২ জানুয়ারি ভারতে পাঠানকোট বায়ুসেনাঘাঁটিতে জঙ্গি হামলার প্রধান চক্রী।
জাতীয়
  • যুদ্ধ চলছে গাজায়। ইজরায়েলে বন্ধ একের পর এক আন্তর্জাতিক উড়ান। এই পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে অভিযান শুরু করল কেন্দ্রীয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’।
  • লিথিয়াম এবং অত্যন্ত মূল্যবান খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে রয়ালিটির হার নির্দিষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। লিথিয়ামের ক্ষেত্রে ওই হার হয়েছে তিন শতাংশ অন্যান্য মূল্যবান খনিজের ক্ষেত্রে তা হয়েছে এক শতাংশ । কেন্দ্রীয় মন্ত্রিসভা এক এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত সম্প্রতি কাশ্মীরে লিথিয়ামের বিশাল ভান্ডারের খোঁজ পাওয়া গেছে।
  • বিহারে বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হল নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটির ছটি কামরা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় চারজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খেলা
  • নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত আট উইকেটে হারিয়ে দিল আফগানিস্তানকে। ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সংগ্রহ ৮৪ বলে ১৩১ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৩১ তম শতরান। বিশ্বকাপ ক্রিকেটে এটি রোহিতের সপ্তম সেঞ্চুরি। বিশ্বকাপের ম্যাচে সব থেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করলেন রোহিত শর্মা। তিনি ভেঙে দিলেন শচীন তেন্ডুলকরের ৪৪ ইনিংসে ৬টি শতরানের রেকর্ড। রোহিত ১৯ ইনিংসে করলেন সপ্তম শতরান। অন্যদিকে রান তাড়া করে ব্যাট করার ক্ষেত্রে বিশ্বকাপে এটি রোহিতের তৃতীয় শতরান যা বিশ্বকাপে একটি রেকর্ড। এদিন তিনি ৬৩ বলে শতরান করলেন যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান। এতদিন ১৯৮৩ সালে বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ৭২ বলে শতরান ছিল দ্রুততম। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করে ফেললেন রোহিত শর্মা। তিনি মোট ৫৫৪টি ওভার বাউন্ডারি মেরেছেন। রোহিত এক্ষেত্রে টপকে গেলেন ক্রিস গেইলকে (৫৫৩)।
  • সাঁতার, সাইকেল চালানো আর ম্যারাথন দৌড়। এই তিনের মেলবন্ধনে আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হল কামাখ্যা সিদ্ধান্ত (২৬) নামে বিহারের একজন প্রতিযোগীর।
  • সন্তোষ ট্রফির বাছাই পর্বের খেলায় বাংলা প্রথম ম্যাচ ড্র করল দিল্লির সঙ্গে। এই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
বিবিধ
  • পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগের জন্য ১০ ডিসেম্বর যে টেট নেওয়া হবে তাতে তিন লক্ষ দশ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। ২০২২ সালের ডিসেম্বর মাসের টেট-এ বসার জন্য আবেদন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার প্রার্থী। তবে তখন বিএড ডিগ্রি থাকলে আবেদন জানানো যেত নতুন নিয়মে কেবলমাত্র ডি ই এল এড থাকলে তবেই আবেদন জানানো সম্ভব হয়েছে।