কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অক্টোবর ২০২০

763
0

আন্তর্জাতিক

  • `তিব্বত, ঝিংঝিয়াং ও হংকংয়ে মানবাধিকার লঙ্ঘন করছে চিন। তিব্বত এবং ঝিংঝিয়াং-এ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে।` রাষ্ট্রসঙ্ঘের সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংক্রান্ত থার্ড কমিটির কাছে এই মর্মে লিখিত অভিযোগ জানালো মার্কিং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ ৩৯টি দেশ। তবে ভারত এই আন্তর্জাতিক প্রচারে যোগ দেয়নি।
  • দ্বিতীয় করোনা প্রতিষেধককেও ছাড়পত্র দিল রাশিয়া। এর নাম `এপিভ্যাককরোনা`। এর আগে তাদের প্রথম প্রতিষেধকের নাম ছিল `স্পুটনিক ভি`। এদিকে বিশ্বে মোট সংক্রমিত হয়েছেন ৩৮৬৪৩৭৮০ জন। ১০৯৪৪২৮ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

 

জাতীয়

  • তামিলনাড়ুর নীলগিরি জেলার মুদুমালাই জাতীয় উদ্যানে হাতি করিডরে গড়ে ওঠা রিসর্টগুলি ভেঙে ফেলতে ২০১১ সালে মাদ্রাজ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বজায় রাখল সুপ্রিম কোর্ট। ১৯৯৬ সালে এই মামলা শুরু করেন এ রঙ্গরাজন। সেখানে প্রায় ৮০০ রিসর্ট রয়েছে।
  • দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৭২৩৯৩৮৯ জন। মোট ১১০৫৮৬ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে। সুস্থ হয়ে উঠেছেন ৬৩০১৯২৭ জন।
  • প্রবল বৃষ্টিতে বানভাসি হল হায়দরাবাদ। ১৫ জনের মৃত্যু হল বৃষ্টিজনিত কারণে।

 

বিবিধ

  • আইএমএফ-এর পূর্বাভাষ অনুযায়ী দক্ষিণ এশিয়ার তৃতীয় দরিদ্র দেশ হতে পারে ভারত। মাথাপিছু জিডিপি-এর হিসাবে ভারতকে টপকে যেতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপও। শুধু পিছনে থাকবে নেপাল ও পাকিস্তান। চলতি বছরে ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হবে বলে পূর্বাভাষ দিয়েছে আইএমএফ।
  • নতুন জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসাবে `স্টারস` প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৫৭১৮ কোটি টাকার এই প্রকল্প শুরু হবে হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল ও ওড়িশা- এই ৬ রাজ্যে।

 

খেলা

  • বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে ব্রাজিল ৪-২ গোলে হারাল পেরুকে। হ্যাটট্রিক করলেন নেইমার। দেশের হয়ে ১০৩টি ম্যাচ খেলে ৬৪টি গোল করলেন তিনি। তিনি টপকে গেলেন ৯৮ ম্যাচে রোনাল্ডো দ্য সিনিয়রের ৬২ গোলের রেকর্ড। তাঁর সামনে এখন রয়েছেন কেবল পেলে (৯২ ম্যাচে ৭৭ গোল)। ব্রাজিলের হয়ে জিকো ৪৮ এবং রোমারিও ৫৫ গোল করেছেন। অন্যদিকে আর্জেন্টিনা বলিভিয়াকে ২-১ গোলে হারাল। ১৫ বছর পর তারা জয় পেল বলিভিয়ার বিরুদ্ধে। এদিকে নেশনস লিগে প্রথমবার স্পেনকে হারাল ইউক্রেন (১-০)।
  • নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ী দলের অধিনায়ক জন রিড (৯২) প্রয়াত হলেন। দেশের হয়ে ৫৮টি টেস্টে ৬টি শতরানসহ ৩৪২৮ রান ও ৮৫ উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। নেতৃত্ব দেন ৩৪টি টেস্ট ম্যাচে।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল