কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ফেব্রুয়ারি ২০২১

881
0
christopher plummer

আন্তর্জাতিক
  • মুক্তিযু্দ্ধের সুবর্ণজয়ন্তী তথা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হচ্ছে বাংলাদেশে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান চিরকালই স্বীকার করেছে ঢাকা। সেই সূত্রেই একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিতে ভারত সফরে এলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এদিন তিনি বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে। এদিন কলকাতার আকাদেমি অব ফাইন আর্টসে শেখ মুজিবের ১০০টি ছবির একটি প্রদর্শনী ও নন্দনে বাংলাদেশের ৩২টি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন তিনি। করোনা ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ পাঠানোয় তিনি ধন্যবাদ জানালেন ভারতকে।
  • মায়ানমারের এনএলডি দলের অন্যতম শীর্ষ নেতা উইল টাইনকে গ্রেপ্তার করল পুলিশ। স্টেট কাউন্সিলর আং সাং সু কিও এখন গৃহবন্দি। প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুথানের পর এখন জরুরি অবস্থা চলছে মায়ানমারে।

জাতীয়
  • ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট প্রস্তাব পেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থকায় তিনি বাজেট পেশ করলেন। মুখ্যমন্ত্রীর বাজেট পেশ একটি বিরল ঘটনা। পশ্চিমবঙ্গে আটের দশকে জ্যোতি বসু একবার রাজ্য বাজেট পেশ করেছিলেন। তবে তখন তিনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রকও নিজের হাতে রেখেছিলেন। এদিনের বাজেটে ৮০০ নতুন স্কুল গড়ার প্রস্তাব সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দেশে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা (১,৫১,৪৬০ জন) কমে গেল দেশে এই সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যার থেকে (১,৫৪,৮২৩ জন)। দেশে প্রতি ১০ লক্ষে করোনায় প্রাণহানির সংখ্যা ১১২ যা বিশ্ব সব থেকে কম, যদিও ‘কো-মর্বিডিটি’র কথা এখানে ধরা হয়নি।

বিবিধ
  • আগামী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির ৬.৮ শতাংশ বৃদ্ধি হবে বলে পূর্বভাস দিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ঋণনীতি পর্যালোচনা করে রেপো রেট অপরিবর্তিত রাখল তারা। এই নিয়ে টানা ৪ দফায় এই হার ৪ শতাংশেই রয়েছে। পেট্রোপণ্যের চড়া দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করল আরবিআই।
  • হলিউডের অভিনেতা ক্রিস্টোফার প্লামার (৯১) প্রয়াত হলেন। `সাউন্ড অব মিউজিক ছবির নায়ক চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় উঠেছিলেন তিনি। `দ্য ম্যান হু উড বি কিং’, `অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। `মার্ডার বাই ডিগ্রি’ ছবিতে অভিনয় করেছিলেন শার্লক হোমসের চরিত্রে । ২০১১ সালে সব থেকে বেশি বয়সে (৮২) অস্কার পুরস্কার পান `বিগিনার্স’ ছবিতে অভিনয়ের সুবাদে।

খেলা
  • চেন্নাইয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হল ভাত–ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান করল ইংল্যান্ড। এটি ছিল ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের শততম টেস্ট। সেখান অপরাজিত শতরান (১২৮) করলেন তিনি। বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে (১৯৬৮ সালে কলিন কাউড্রে ও ২০০০ সালে অ্যালেক স্টুয়ার্টের পর) শততম টেস্টে শতরানের নজির গড়লেন রুট।
  • আইএসএলে বেঙ্গালুরু এফসি–চেন্নাইয়িন এফসি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল।